1. Eskander211@gmail.com : MEskander :
  2. rashed.2009.ctg@gmail.com : চাটগাঁইয়া খবর : চাটগাঁইয়া খবর
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২:১৫ অপরাহ্ন

দোহাজারী পৌরসভা নির্বাচনে মেয়র পদে-৩, কাউন্সিলর পদে ৮৭ জনের মনোনয়ন ফরম জমা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ৬৯ Time View


এসএম রাশেদ


চন্দনাইশ উপজেলার নব গঠিত দোহাজারী পৌরসভা নির্বাচনের মনোনয়ন ফরম জমাদানের শেষ দিনে ১৮ জুন (রবিবার) মেয়র প্রার্থী ৩জন, ৬৯জন সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১৮জনসহ কাউন্সিলর ৮৭জন ও মেয়র ৩জনসহ মোট ৯০জন প্রার্থী তাদের মনোনয়ন ফরম জমাদান করেছেন। দুপুর সাড়ে ১২টায় চন্দনাইশ উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এসে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আলহাজ্ব লোকমান হাকিম (নৌকা) মনোনয়ন ফরম জমা প্রদান করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার দাশ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জাফর আলী হিরু, চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আবু আহমদ চৌধুরী জুনু, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শিবলী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক জহুরুল হক চৌধুরী, দোহাজারী পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আবদুল শুক্কুর, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক নবাব আলী সহ চট্টগ্রাম দক্ষিণ জেলা, চন্দনাইশ উপজেলা ও দোহাজারী পৌরসভা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ।

বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মনোনীত প্রার্থী মুহাম্মদ জায়নুল আলম (মোম বাতি) বিকাল ৩টায় উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এসে মনোনয়ন ফরম জমাদান করেছেন। এসময় উপস্থিত ছিলেন, সাবেক অধ্যক্ষ আল্লামা মুফতি আহমদ হোছাইন আল-কাদেরী, শাইখুল হাদিস আল্লামা হাফেজ আশরাফুজ্জামান আল-কাদেরী, ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী,মাওলানা মুখতার হোছাইন শিবলী, কলিম উদ্দীনসহ নেতৃবৃন্দ।

স্বতন্ত্র প্রার্থী আবদুল্লাহ আল নোমান বেগ (নারিকেল গাছ), দুপুরে চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা বরাবর মনোনয়ন ফরম জমা প্রদান করেছেন।

সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১নং ওয়ার্ড থেকে ৯জন, ২নং ওয়ার্ড থেকে ৪জন ও ৩নং ওয়ার্ড থেকে ৫জন। সাধারণ কাউন্সিলর পদে ১নং ওয়ার্ড থেকে ৬জন, ২নং ওয়ার্ডে ৯জন, ৩নং ওয়ার্ডে ৮জন ,৪নং ওয়ার্ডে ৫জন, ৫নং ওয়ার্ডে ৬জন, ৬নং ওয়ার্ডে ৪জন, ৭নং ওয়ার্ডে ৭জন, ৮নং ওয়ার্ডে ১২জন ও ৯নং ওয়ার্ডে ৯জনসহ মোট ৬৯জন প্রার্থী মনোনয়ন ফরম জমা প্রদান করেছেন। তবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন ৩জন মেয়র প্রার্থী, সাধারণ কাউন্সিলর পদে (পুরুষ) ৮৪জন ও সংরক্ষিত কাউন্সিলর (মহিলা) পদে ২০জন।

এব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা মিনহাজ উদ্দীন বলেন, দোহাজারী পৌরসভার নির্বাচনে মনোনয়ন ফরম জমাদানের শেষদিনে মেয়র ও কাউন্সলির পুরুষ এবং মহিলাসহ মোট ৯০জন প্রার্থী জমা প্রদান করেছেন।

উল্লেখ্য, গত ৩১ মে ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামি ১৮ জুন এবং ইভিএমে আগামী ১৭ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে। দোহাজারী পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ভোটার রয়েছে ৩৩ হাজার ৫৮৬ জন। তন্মধ্যে নারী ভোটার ১৫ হাজার ৮৫৬ জন এবং পুরুষ ভোটার ১৭ হাজার ৭৩০ জন।



Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

© All rights reserved © 2017 chatgaiyakhobor.Com