গোলাম কাদের, পটিয়া:
চট্টগ্রাম জেলা পরিষদের অর্থায়নে পটিয়া পৌর সদরে নির্মিত হচ্ছে শহীদ শেখ কামাল অডিটোরিয়াম। প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে দৃষ্টিনন্দন এই ভবন নির্মাণ কাজ চলছে।
১ হাজার আসন বিশিষ্ট এই অডিটোরিয়াম নির্মাণ কাজ সম্পন্ন হলে বিভিন্ন সুযোগ সুবিধা মিলবে। গত ১৬ জুলাই পটিয়ার সংদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী কাজের অগ্রগতি পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, পটিয়া পৌরসবার মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা জাহান উপমা, পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন, পটিয়া পৌরসভা আ’লীগ সভাপতি আলমগীর আলম, সাধারণ সম্পাদক এমএনএ নাছির, কাউন্সিলর রূপক কুমার সেন, মুজিবুল হক চৌধুরী নবাব, যুবলীগ নেতা এনাম মজুমদার, নজরুল ইসলাম, ছাত্রলীগ নেতা আবু তৈয়ব সোহেল।
হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেন, চট্টগ্রাম জেলা পরিষদের অর্থায়নে পটিয়া পৌর সদরের ১ হাজার আসন বিশিষ্ট দৃষ্টি নন্দন ও আধুনিক একটি অডিটোরিয়াম নির্মানের কাজ চলছে। এটি নির্মাণ কাজ সম্পন্ন হলে পটিয়াতে সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের কাজে আসবে। সভা, সমাবেশ, নাটক, সেমিনারসহ বিভিন্ন অনুষ্ঠান করার সুযোগ পাবে। ফলে পটিয়ার সাংস্কৃতিক কর্মকান্ডের আরো বিকাশ ঘটবে। কাজ দ্রুত শেষ করতে ঠিকাদারকে নির্দেশ দেন।