প্রদীপ শীল, রাউজানঃ
রাউজানে সাংসদ ফজলে করিম চৌধুরী ও সরকারী নির্দেশনা অমান্য করে কৃষি জমি ভরাট করছে কিছু ভূমিদস্যু। রাউজানে কোন কৃষি জমি ভরাট ও কৃষি জমি থেকে মাটি কাটা যাবেনা বলে রাউজানের সাংসদ ফজলে করিম চৌধুরী কঠোর ভাবে নির্দেশনা প্রদান করেন। একই ভাবে কৃষি জমি ভরাট করে ঘরবাড়ী নির্মান করা সরকারেরও নিষেধ রয়েছে । সরকার ও রাউজানের সাংসদেও নিদের্শনাকে অমান্য করে রাউজানের বিভিন্ন এলাকায় কৃষি জমি মাটি ভরাট করে নির্মান করা হচ্ছে ঘর বাড়ী । রাতের অন্ধকারে সংশ্লিষ্ট প্রশাসনকে বৃদ্ধা আঙ্গুলী প্রদর্শন করে এই ভরাট কাজ চালিয়ে যাচ্ছে। জানা যায়, রাউজানের পাহাড়ী টিলা ও কৃষি জমি থেকে এসকেবেটার দিয়ে মাটি খনন করে ড্রাম ট্রাক ভর্তি করে রাউজানের বিভিন্ন এলাকায় কৃষি জমি মাটি ভরাট করা হচ্ছে। রাউজানের পাহাড়তলী ও বিনাজুরীতে কৃষি জমি ভরাট ও কৃষি জমি খনন করার অপরাধে রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ অভিযান চালিয়ে জরিমানা আদায় করে। গত ৯ জুন রাউজান উপজেলা আইন শৃংখলা কমিটির সভায় রাউজানে কোন কৃষি জমি মাটি খনন ও কৃষি জমিতে মাটি ভরাট করা যাবেনা বলে রাউজানের সাংসদ তার বক্তব্যে নির্দেশনা প্রদান করেন। কৃষি জমি মাটি ভরাট করে ঘর নির্মান করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশ প্রদান করেন তিনি । এই নির্দেশ অমান্য করে রাউজান পৌর সভার ৫ নং ওয়ার্ডের নন্দী পাড়া এলাকায় অসীম দে নামে এক ব্যক্তি রাতেই ড্রাম ট্রাক করে মাটি নিয়ে কৃষি জমি ভরাট করে। ভরাট করা কৃষি জমির চার পাশে রাতারাতি সীমানা প্রাচীর নির্মান করে ফেলে। একই এলাকায় রাজির দাশ রাজু নামে এক ব্যক্তি থেকে রাউজানের উত্তর সর্তা এলাকার এক লোকের কৃষি জমি করছে। জানা গেছে জমিটি বিক্রি করেছে রাজু দাশ। তিনি জমিটি ভরাটের দায়িত্বর পালন করছেন। কৃষি জমি ভরাট প্রসঙ্গে অসীম দে জানান, রাঙ্গামাটি জেলার বেতবুনিয়া এলাকার আমার এক আত্বীয় প্রবাসী সমীর দে কে ঘর নির্মানের জন্য কৃষি জমি ক্রয় করে দিয়ে আমি নিজেই কৃষি জমিতে মাটি ভরাট করে সীমানা প্রাচীর নির্মান করেছি। কৃষি জমি ভরাট করার বিষয়ে রাউজান পৌরসভা থেকে কোন অনুমতি নেয়নি বলে দাবী করে অসীম বলেন, কৃষি জমিতে মাটি ভরাট করার বিষয়ে স্থানীয় পৌর কাউন্সিলর জানে আলম জনিকে বলা হয়েছে। নন্দী পাড়া এলাকার রাজু দাশ নিজের জমি নিজে ভরাট করছে বলে দাবি করে বলেন, পৌরসভা থেকে কোন অনুমতি নেননি। পরে দাবি করেন রাউজানের হলদিয়া ইউনিয়নের উত্তর সর্তা এলাকার এক মহিলার কাছে জমিটি বিক্রি করে দিয়েছেন। আমি ঐ মহিলাকে কৃষি জমি মাটি ভরাট করে দিয়েছি । এ ব্যাপারে রাউজান পৌরসভার কাউন্সিলর জানে আলম জনি বলেন, নন্দী পাড়া এলাকায় কৃষি জমিতে মাটি ভরাট করার বিষয়ে আমি অবগত নয়। কৃষি জমিতে মাটি ভরাট করার জন্য রাউজান পৌরসভা থেকে কেউ কোন অনুমতি নেয়নি। পৌর এলাকায় একাদিক জমি ভরাট প্রসঙ্গে রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন, নন্দী পাড়া এলাকায় কৃষি জমি ভরাট করার বিষয়ে পৌরসভা থেকে কোন অনুমতি নেয়নি । কৃষি জমি ভরাট করে সীমানা প্রাচীর নির্মানকারীর বিরুদ্ধে অভিযান চালিয়ে নির্মান করা সীমানা প্রাচীর ভেঙ্গে দেওয়া হবে। তিনি বলেন, একই এলাকায় রাজু দাশ যদি কৃষি জমি ভরাটের সাথে জরিত থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।