1. Eskander211@gmail.com : MEskander :
  2. rashed.2009.ctg@gmail.com : চাটগাঁইয়া খবর : চাটগাঁইয়া খবর
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৪:৩২ অপরাহ্ন

নাজিরহাট পৌরসভা মেয়র জাহেদ চৌধুরীর সংবর্ধনা অনুষ্ঠান

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ৭৪ Time View

রফিকুল আলম :

ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার নব-নির্বাচিত মেয়র, বিশিষ্ট কলামিস্ট লায়ন এ কে জাহেদ চৌধুরী’র নাগরিক সংর্বধনা গত ১২ জুন বিকেল ৫টায় চট্টগ্রাম একাডেমি হলে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদ সহ-সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম খান। সংগঠনের সহ-সভাপতি প্রণবরাজ বড়–য়া ও আবৃত্তি শিল্পী দিলরুবা খানমের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। প্রধান বক্তা ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (ইউএসটিসি)’র সাবেক উপাচার্য প্রফেসর ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন জাসদ উত্তর জেলা সভাপতি ভানুরঞ্জন চক্রবর্তী, মহানগর আওয়ামী লীগ নেতা আলী নেওয়াজ, শ্রমিক লীগ নেতা কামাল উদ্দিন চৌধুরী, আলোর সারথি’র সম্পাদক সজল চৌধুরী, দুবাই বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আনচারুল হক আনসার, মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা এম এ নেওয়াজ, ব্যাংকার ফাতেমা আক্তার, মহানগর যুব মহিলা লীগ নেত্রী জিন্নাত সুলতানা ঝুমা, নাজিরহাট পৌরসভার কাউন্সিলর সৈয়দ জয়নাল আবেদীন, আমনউল্লাহ, মোঃ ওসমান গণি, মোঃ শাহজাহান, মোস্তফা কামাল, মৌলনা মো: ইয়াকুব, মোহাম্মদ আলী, মোঃ সোলায়মান। বক্তব্য রাখেন নারী নেত্রী সবিতা রানী বিশ্বাস, খোরশেদ আলী মাইজভান্ডারী, শেখ আব্দুল্লাহ,  এস.এম শফিকুল ইসলাম, সৈয়দ দিদার আশরাফী, রোজী চৌধুরী, জাকির হোসেন, আনিস খোকন, মিলন রুদ্র, সাজ্জাদুল করিম খান, বিপ্লব দাশগুপ্ত, সাবিহা সুলতানা রক্সি, কারিমা বিজলী, চেমন আরা বেগম, রিমন মুহুরী, কাজী আইয়ুব, মোঃ তিতাস, সমীরন পাল, আসিফ ইকবাল, ইমরান সোহেল, নাজমা সুলতানা নুপুর, রোকসানা সেলিম, টিনা আক্তার, শারমিন আক্তার। নাজিরহাট পৌরসভার মেয়র এ কে জাহিদ চৌধুরীর সংবর্ধনা সভায় বক্তারা বলেন, দেশের সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার চলমান সময়ে দুর্বৃত্ত ও চিহ্নিত সন্ত্রাসীরা সরকারের সমালোচনা ও বিভিন্ন অপপ্রচারে লিপ্ত। বক্তারা বলেন, আওয়ামী লীগ কর্মীদের সর্তক হয়ে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের জন্য নিরলস কাজ করে যেতে হবে।



Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

© All rights reserved © 2017 chatgaiyakhobor.Com