প্রদীপ শীল, রাউজানঃ
লকডাউনে নিম্ন আয়ের মানুষের জন্য ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিক্রয় শুরু করেছেন রাউজান পৌরসভা। গতকাল ২৮ জুন মঙ্গলবার জলিল নগর বাস ষ্টেশানে বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। এসময় উপস্থিত ছিলেন দৈনিক আজাদীর সহ সম্পাদক খেরশেদ আলম, পৌর কাউন্সিলর জানে আলম জনি, যুবলীগ নেতা আবু ছালেক সহ স্থানীয় ছাত্রলীগ যুবলীগের নেতৃবৃন্দরা। বিক্রয় কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন, রাউজানের সাংসদের নিদের্শনায় রাউজান পৌরসভার নয়টি ওয়ার্ডে চাল, ডাল, আলু, চাপাতা-চিনি, মুসর, চনা, দুধ, সয়াবিন, লবণ সহ নিত্যপ্রয়োজনীয় জিনিষপত্র ন্যায্যমূল্যে বিক্রি করা হচ্ছে। বাজার মূল্যে থেকে প্রতি কেজি ১০ থেকে ২০ টাকা কম মূল্যে এসব পণ্য বিক্রি করা হচ্ছে। এছাড়া লকডাউন চলাকালীন সরকারী চাউল ও পৌরসভার পক্ষ থেকে কর্মহীন মানুষের জন্য বিনামূল্যে ত্রাণ সমগ্রী বিতরণ করা হবে। সরকার আন্তরিক ভাবে চেষ্টা করছেন বৈশ্বিক মহামারী করোনাভাইরাজ মোকাবিলা করতে। সেলক্ষ্যে পুরো রাউজান জুড়ে সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী এই কার্যক্রম শুরু করার নির্দেশনা দিয়েছেন। উপজেলা প্রশাসন ও স্থানীয় চেয়ারম্যান গনের তত্বাবধানে করোনা কালীন মানুষের পাশে থাকবে জনপ্রতিনিধিরা।