পটিয়া প্রতিনিধি:
পটিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক দক্ষিণ জেলা ছাত্রলীগ সভাপতি আইয়ুব বাবুল তার নিজস্ব অর্থায়নে পটিয়া পৌরসভার দক্ষিণ ঘাটা লতিবিয়া ফোরকানিয়া মাদ্রাসার ঈদগাহ ময়দানের সংষ্কার কাজের জন্য ৫০ ব্যাগ সিমেন্ট প্রদান করেছেন। গতকাল বৃহস্পতিবার মাদ্রসা পরিচালনা কমিটি’র সহ-সভাপতি খায়ের আহমদ এর নিকট ৫০ ব্যাগ সিমেন্ট হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন, পটিয়া পৌরসভা আ’লীগ সহ-সভাপতি নাসির উদ্দিন পদ্মা, উপজেলা আ’লীগের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক ফরিদ আহমদ, সাবেক পৌরসভা যুবলীগের সভাপতি নুরুল ইসলাম ব্যাংকার, পৌরসভা আ’লীগ সহ-সভাপতি নাছির উদ্দিন চৌধুরী, পৌর আ’লীগ নেতা রওশনগীর আমিরী, মো: ইসমাইল, ৪নং আ’লীগ সাবেক সভাপতি মো: হোসেন, সাবেক সাধারন সম্পাদক মো: সোলাইমান, ৬নং ওয়ার্ড আ’লীগ সাবেক সাধারন সম্পাদক খায়ের আহমদ চৌধুরী, সাবেক সাধারন সম্পাদক মুজিবুর রহমান রানা, জেলা যুবলীগ সদস্য আবু ছালেহ মোহাম্মদ শাহারিয়ার, ৬নংওয়াড বঙ্গবন্ধু পরিষদ সভাপতি আহাদুজ্জমান খোকন, সমাজসেবক এটিএম শাহাদাত, কালা মিয়া সওদাগর, জাহাঙ্গীর আলম, নাজিম উদ্দিন, ফোরকান মাস্টার, আবদুল হক, আবদুল হাকিম, মোহাম্মদ আজম, শাওন রাহী, ফয়সাল, ছাত্রলীগ নেতা রিহান চৌধুরীসহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় আ’লীগ নেতা আইয়ুব বাবুল বলেন, গত ৬ সেপ্টেম্বর পৌরসভার দক্ষিণ ঘাটা লতিবিয়া ফোরকানিয়া মাদ্রাসার ঈদগাহ ময়দানের সংষ্কার কাজ পরিদর্শন গেলে আমি মাদ্রাসা পরিচালনা কমিটি কে ৫০ ব্যাগ সিমেন্ট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম।
আজ আমার ব্যক্তিগত তহবিল থেকে ৫০ ব্যাগ সিমেন্ট মাদ্রাসা পরিচালনা কমিটিকে হস্তান্তর করি। পটিয়া পৌরসভাকে একটি মডেল পৌরসভায় রূপান্তর করতে আগামী নিবার্চনে দলীয় মনোনয়ন প্রত্যাশা করেন তিনি।