পটিয়া প্রতিনিধি:
পটিয়া পৌরসদরের ০৬ নং ওয়ার্ডস্থ দক্ষিণ ঘাটায় খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মোঃ আসাদুজ্জমান এরশাদ (১২) নামের এক শিশু’র মৃত্যু হয়েছে। সে পাইকপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেনীর ছাত্র বলে জানাগেছে।
রবিবার (১১ অক্টোবর) দুপুর দেড়টার সময় পৌরসদরের দক্ষিণ ঘাটায় এই ঘটনা ঘটে। সেই ওই এলাকার সৌদিয়া প্রবাসী নুর হোসেন এবং মাতা রীনা আকতার দুই ছেলের মধ্যে এরশাদ বড় ছেলে।শিশুটির মা রীনা আকতার জানান, রবিবার দুপুর ১ টার সময় ঘরের বাইরে সবার সাথে খেলছিল এরশাদ। আমি ঘরের কাজ করছিলাম। জোহরের আজান যখন দেয় আমি থাকে গোসল করানোর জন্য ডাকাডাকি করি।
পরে বিভিন্নস্থানে খোঁজ নেই। বাইরের লোকজন এসে খোঁজাখুজি করতে গেলে আমাদের ঘরের পাশের পুকুরে ভেসে উঠতে দেখে তারা আমার সন্তানকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক থাকে মৃত ঘোষণা করেন। এরশাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।