পটিয়া প্রতিনিধি
উপজেলার বড়লিয়া ইউনিয়ন বারৈকাড়া গ্রামের কৃতিসন্তান বীর মুক্তিযোদ্ধা মরহুম ইব্রাহিম চৌধুরী নাগরিক স্মরণ সভা মৌলভি হাটস্থ মাঠ প্রাঙ্গনে নাগরিক শোক সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি। নাগরিক স্বরণ সভা কমিটির সভাপতি আলহাজ্ব রাশেদ মনোয়ার এর সভাপতিত্বে সৈয়দ মোরশেদ উল্লাহ ও মোরশেদুল হক চৌধুরী’র যৌথ সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক সাংসদ, বাংলাদেশ মহিলা সংস্থার চেয়ারম্যান চেমন আরা তৈয়ব, উপজেলা আ’লীগের সভাপতি মুক্তিযুদ্ধা আ.ক. ম শামসুজ্জামান চৌধুরী। মুক্তিযোদ্ধাদের মধ্যে বক্তব্য রাখেন যুদ্ধকালীন উপজেলার কমান্ডার হাবিলাসদ্বীপ ইউপি’র সাবেক চেয়ারম্যান আহমদ নবী, আব্দুল মন্নান, মুক্তিযোদ্ধা আবুল কালাম, কামাল উদ্দীন, ফরিদুল আলম, নুরুল হুদা, নাসির উদ্দিন শরীফ, আইয়ুব চৌধুরী, প্রবীণ আ.লীগ নেতা সৈয়দ মোহাম্মদ উল্লাহ্, উপজেলা আ.লীগ নেতা সৈয়দ নুরুল আবছার, মুজিবুল হক চৌধুরী নবাব, হুইপের সহকারি সচিব হাবিবুল হক চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা প্রয়াত ইব্রাহিম চৌধুরীর ছোট ভাই উপজেলা আ’লীগ নেতা শাহজাহান চৌধুরী,ব ড়লিয়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ইউনুস তালুকদার, জিরি ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম টিপু, উপজেলা যুবলীগের যুগ্ন- আহবায়ক ইমরান উদ্দীন বশির, উপজেলা মেম্বার সমিতির সাধারণ সম্পাদক ইউপি সদস্য সৈয়দ জাবেদ সরওয়ার, আ’লীগ নেতা জাহাঙ্গীর আলম সজীব, উপজেলা মেম্বার সমিতির সহ সভাপতি শাহ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সালমান, সভাপতি জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন, নুরুল ইসলাম, দপ্তর সম্পাদক আবু তালেব আলমদার, সদস্য মোহাম্মদ আজিজ, উজ্জ্বল বড়–য়া, জাহিদুল হক, মোঃ জামাল, বদিউল আলম, আ’লীগ নেতা সৈয়দ নুরুল হুদা, আক্কাস মিয়া, হোসেন চৌধুরী, জাহাঙ্গীর চৌধুরী, সুমন বিকাশ বড়ুয়া, ইদ্রিস পানু, দক্ষিণ জেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা সহ-সভাপতি শাহ আলম খোকন, উপজেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা সভাপতি রাশেদ বিন কাদের, সাধারণ সম্পাদক মইনুল ইসলাম খোকন, আজাদ সরোয়ার, ছাত্রলীগ নেতা নাজমুল সাকের সিদ্দিক, আরাফাত শাকিল, ইকরাম হোসেন অভি।
স্বরণ সভায় প্রধান অতিথি’র বক্তব্যে হুইপ সামশুল হক চৌধুরী বলেন, মুক্তিযোদ্ধারাই এদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান। তাদের মুক্তিযুদ্ধে’র কারণে আমরা আজ স্বাধীন বাংলাদেশ পেয়েছি। বাঙ্গালী জাতি তাদের ঋণ কোনদিন শোধ করতে পারবে না। তাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের সম্মান করে তাদের কে সম্মানী ভাতা প্রদান, তাদের ছেলে সন্তানদের চাকুরীতের কোঠা প্রদান, অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের ঘর নির্মাণসহ বিভিন্ন সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন। বিগত বিএনপি জামাত জোট সরকার মুক্তিযুদ্ধে’র সঠিক ইতিহাস বৃক্রিত করে নতুন প্রজম্মে’র কাছে তুলে ধরেছেন। জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলে দাবি করে মিথ্যা ইতিহাস সৃষ্টি করতে চেয়েছিল। সে মহামান্য হাইকোর্টের রায়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির জনক ও স্বাধীনতার ঘোষক হিসেবে স্বীকৃতি দিয়েছে। এর ছেয়ে বড় প্রমাণ আর কি হতে পারে। নতুন প্রজম্মের কাছে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে’র সঠিক ইতিহাস তুলে ধরার জন্য সকলের প্রতি আহবান জানান।