পটিয়া থানা পুলিশের অভিযানে ৫,৫২০ (পাঁচ হাজার পাঁচশত বিশ) পিস ইয়াবা ও পরিবহনে ব্যবহৃত ০১টি মোটরসাইকেলসহ গ্রেফতার ১ জনকে গ্রেফতার করেছে।
জানা যায়, পটিয়া থানার এসআই হিরু বিকাশ দে, সঙ্গীয় অফিসার-ফোর্সসহ ২১ জুন রাত ০৮:১০ টায় পটিয়া থানাধীন কচুয়াই কমলমুন্সিরহাট এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে ৫,৫২০ (পাঁচ হাজার পাঁচশত বিশ) পিস ইয়াবা ও পরিবহনে ব্যবহৃত ০১টি মোটরসাইকেলসহ আসামী মোঃ শাহ আলম খান প্রঃ জিয়া (৪৭) কে গ্রেফতার করে।
এ সংক্রান্তে পটিয়া থানায় নিয়মিত মামলা রুজু পূর্বক গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।