প্রদীপ শীল, রাউজানঃ
রাউজান পৌর এলাকায় পরিস্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করেছেন পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। গতকাল ১৫জুন বিকাল থেকে রাত পযর্ন্ত ফকিরহাট, মুন্সিরঘাটা ও জলিল নগন এলাকায় এই পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করেন তিনি। এসময় পরিচ্ছন্ন অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু ছালেক, যুবলীগ নেতা ছাবের হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আসিফ, ছাত্রলীগ নেতা নাছির উদ্দিন, ইকবাল হোসেন, সেন্টাল বয়েজ অব রাউজানের সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামান নকিব সহ অনেকেই। অভিযান কালে কয়েকজন ব্যবসায়ী ময়লা আবর্জনা ফেলে নালা ভরাট করায় প্রাথমিক ভাবে সর্তক বরেন মেয়র। এছাড়া কাশঁখালী খালে রুপা কমপ্লেক্স নামে একটি পাঁচতলা ভবণ থেকে আবর্জনা ফেলায় ঐ বিল্ডিং এর মালিককে নিজ দায়িত্বে পরিস্কার কারার অঙ্গিকার মূলে সর্তক করেন মেয়র। পরিচ্ছন্ন অভিযানে মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন, রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী রাউজানকে পিংক, ক্লিন ও গ্রীণ রাউজান করেছেন। আমাদের সকলের উচিৎ দায়িত্বশীল আচরণ করা। কিছু কিছু ব্যবসায়ী পৌরসভার নিদিষ্ট ডাস্টবিনে ময়লা না ফেলে নালায় ও দোকানের সামনে স্তুব তৈরী করে। সেখান থেকে নানা রোগ ছড়িয়ে মানুষের দেহে প্রবেশ করছে। যারা অন্যায় এই আচরণ করছেন তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যহত থাকবে। তিনি ময়লা আবর্জনা ফেলার ক্ষেত্রে দায়িত্বশীল আচরণ করার আহবান জানান পৌরবাসীকে।