প্রদীপ শীল, রাউজান
রাউজান থেকে চারবারের নির্বাচিত সংসদ সদস্য ও দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কা পদপ্রার্থী এবি এম ফজলে করিম চৌধুরী সমর্থনে গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন পৌর ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী। তিনি গত তিন দিনে ১৪টি উঠান বৈঠক করেন নৌকার সমর্থনে। ২৭ ডিসেম্বর বুধবার আইলিখীল, খামার টিলা, দাওয়াত খোলা ও দক্ষিণ পাড়ায় আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী বলেন, রাউজানে ফজলে করিম চৌধুরীকে আমাদের প্রয়োজনে বার বার দরকার। তিনি বিগত ২৭ বছর আমাদের কল্যাণে কাজ করেছেন। তাই আগামী ৭ জানুয়ারি নৌকা প্রতীকে ভোট দিয়ে পঞ্চমবার সংসদ সদস্য নির্বাচিত করে রাউজানের উন্নয়নে ধারা অব্যাহত রাখতে হবে। সমাজ সেবক আলহাজ¦
মুছা কোম্পানি সভাপতিত্বে ও পৌর ৯ নম্বর ছাত্রলীগের সভাপতি আরমান আকাশের সঞ্চালনায় বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা শফিউল আলম, সেলিম উদ্দিন, রফিক উদ্দিন, শ্রমিক নেতা ইউনুছ কোম্পানি, যুবলীগ নেতা মিজানুর রহমান মুন্সি, এড. শাহেদুল্লাহ্ জনি, অনজন চৌধুরী, ছাত্রলীগ নেতা দেবজিৎ দে, দেলোয়ার হোসেন প্রমুখ। কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী জানান, তাঁর ওয়ার্ডে মোট ২২টি উঠান বৈঠক করবেন। ইতিমধ্যে ১৪টি উঠান বৈঠক শেষ হয়েছে। তিনি বলেন, উন্নয়নে এ ওয়ার্ডের মানুষ আলোকিত হয়েছে। এ এলাকার মানুষ সর্বচ্ছো ভোট প্রদান করবে নৌকা প্রতিকে।