রফিকুল আলম
চট্টগ্রাম বিভাগের কয়েকটি থানা এলাকার ২৫ জন প্রতিবন্ধী মানুষের মাঝে গত ৯ জুলাই ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন ঐতিহ্যবাহী সমাজিক সেবামূলক দাতা সংস্থা বাংলাদেশ এহইয়াউচ্ছুন্নাহ ফাউন্ডশনের উদ্দ্যোগে হুইল চেয়ার বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্টানে উদ্বোধক ছিলেন কুয়েতের সম্মানিত অতিথি দানবীর সমাজ সেবক শিক্ষাননুরাগী শায়খ আহমদ হাসান আল গাল্লাফ হাফিজাহুল্লাহ।
এতে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার সাব্বির রাহমান সানি। মুফতি মিজানুররহমান ইসলামাবাদীর সভাপতিত্বে ও মাওঃ এম নিজাম উদ্দিনের সঞ্চালনায় উক্ত অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন ভূজপুর থানার অফিসার ইনচার্জ হেলাল উদ্দিন ফারুকী, ভূজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইব্রাহিম তালুকদার, ফটিকছড়ি প্রেস ক্লাব সভাপতি ছৈয়দ জাহেদুল্লাহ কুরাইশী।
এসময় আরো উপস্থিত ছিলেন মাওঃ দিদারুল আলাম মাওঃ হারুন আরিফ মাওঃ হামিদুল্লাহ ইউছুফী মাওঃ মহিবুল্লাহ আমীনি মাওঃ হাবিবুল্লাহ দিদু মাওঃ ইসমাইল হোসেন সিরাজী সাংবাদিক মুহাম্মদ জুনায়েদ, মাওঃ হাফেজ সেলিম মাহমুদ, মাওঃ হাফেজ হুজাইফা, মাওঃ ইয়াছিন, মাওঃ রায়হান আহমদ, মাওঃ ক্বারী নাছির উদ্দিন ও ইদ্রিস কামাল হেলাল প্রমূখ। অনুষ্টানে অতিথিরা বক্তব্যে বলেন আল্লামা শায়খ হুসাইন মুহাম্মদ শাহাজাহন ইসলামবাদী বহুমাত্রিক একজন সকলের প্রিয় মানুষ। তিনি মানুষের ভালোবাসার মাঝে আমৃত্যু বেচেঁ থাকবেন। অনুষ্টান শেষে অতিথিরা প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরন করেন। এ সময় হুইল চেয়ার পেয়ে আবেগে আপ্লুত হয়ে আনন্দ অশ্রু গড়িয়ে পরতে দেখা যায় প্রতিবন্ধীদের।