রফিকুল আলম :
ফটিকছড়িতে কিশোর গ্যাং এর ৪ সদস্যের প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে মোবাইল কোর্ট। ৯ এপ্রিল সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোজাম্মেল হক চৌধুরী এ কারাদন্ড প্রদান করেন।
জানা যায়, উপজেলার ধর্মপুর ইউনিয়নের আজাদী বাজারে কিশোর গ্যাং এর তৎপরতার সংবাদ পেয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোজাম্মেল হক চৌধুরী। এসময় থানা পুলিশের সহায়তায় আজাদী বাজারে থেকে কিশোর গ্যাং সদস্য উপজেলার লেলাং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের শাহনগর গ্রামের জনৈক মোঃ আবু তাহেরের ছেলে মোঃ আশরাফ (১৭),
উক্ত এলাকার মোঃ আবুল কাশেমের ছেলে মোঃ তাজিম উদ্দিন (১৮), লেলাং ইউনিয়নের ৪নং ওয়ার্ডের শাহ নগর গ্রামের জনৈক মোঃ মাহাবুবুল আলমের ছেলে মোঃ মোশারফ উদ্দিন (১৮) ও উপজেলার ধর্মপুর ইউনিয়নের আজাদী বাজার, ৭নং ওয়ার্ডের মোঃ হাসেমের ছেলে মোঃ রিফাত (১৪) উপদ্রব সৃষ্টি করায় দন্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারায় দোষ স্বীকার করায় প্রত্যেককে ১০ (দশ) দিনের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়।