ফটিকছড়ি প্রতিনিধি:
চট্টগ্রামের ফটিকছড়িতে ট্রলি গাড়িকে সাইড দিতে গিয়ে নিজের নছিমন গাড়ির চাপায় পড়ে মোহাম্মদ তারেক (২৫) নামে এক চালকের মৃত্যু হয়েছে।
সোমবার ১৩ মে সকালে উপজেলার পাইন্দং-কাঞ্চন নগর সড়কে এ ঘটনা ঘটে। নিহত যুবক ওই ইউনিয়নের আমতলী কারবালা টিলা এলাকার বাদশা আলমের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, কাঞ্চন নগর থেকে বিবিরহাটগামী বালু ভর্তি নছিমন গাড়িটি পাইন্দং ইউনিয়নের শ্বেতকুয়া পানি চত্বর এলাকায় চা বাগানের একটি ট্রলি গাড়িকে সাইড দিতে গিয়ে উল্টে খাদে পড়ে যায়। এসময় নছিমন চালক তারেক গাড়ির নিচে চাপা পড়েন।
পথচারীরা এগিয়ে এসে মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরেফিন আজিম।