1. Eskander211@gmail.com : MEskander :
  2. rashed.2009.ctg@gmail.com : চাটগাঁইয়া খবর : চাটগাঁইয়া খবর
শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২২ অপরাহ্ন

ফটিকছড়িতে বাল্যবিবাহ সম্পাদন: ৪০ হাজার টাকা অর্থদণ্ড।।

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ৭৫ Time View
Tasib Internet and crest house

রফিকুল আলম

ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন দাঁতমারা ইউনিয়নের কাঞ্চনা গ্রামে অপ্রাপ্ত বয়স্ক মেয়ের বাল্যবিবাহ সম্পন্ন করার অপরাধে বর ও কনে পক্ষকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে। 

শুক্রবার ২৮ জুন বিকালে মোবাইল কোর্টের মাধ্যমে এ জরিমানা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মেজবাহ উদ্দিন। এসময় দাঁতমারা ইউপি চেয়ারম্যান মো: জানে আলম ও দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সাথে ছিলেন। জানা যায়, উক্ত দাঁতমারা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের কাঞ্চনা গ্রামে আইনবহির্ভূতভাবে অপ্রাপ্ত বয়স্ক মেয়ের বাল্যবিবাহ সম্পন্ন করার অপরাধে বরের পিতা শামসুল আলম এবং কনের পিতা মো: ইউসুফ কে আটক করা হয়।

এসময় উভয় তাদের স্বীয় অপরাধ স্বীকার করায় বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুসারে বরের পিতাকে ৩০ হাজার টাকা  অর্থদণ্ড অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং কনের পিতাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড তাৎক্ষণিক আদায় করা হয়।



Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

© All rights reserved © 2017 chatgaiyakhobor.Com