রফিকুল আলম
ফটিকছড়ি থানা পুলিশ এজাহার মিয়া(৬০) নামের এক ব্যক্তির শরীল থেকে মাথা বিচ্ছিন্ন লাশ উদ্ধার করেছে।
শুক্রবার(২৫ জুন) সন্ধ্যার দিকে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের চমুরহাটের উত্তর দিকের নিশ্চিন্তা পুর হাফেজের ঘোনা নামক স্থানের বাঁশ ঝাড়ের নিচ হতে এ লাশ উদ্ধার করে। হত্যাকান্ডের স্বীকার এজাহার কাঞ্চননগর ইউনিয়নের দিঘীর পাড়া মইত্তা বাপের বাড়ীর চুন্নু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৩ জুন এজাহার বাড়ী হতে বের হয়ে আর ফেরেনি। বাড়ী হতে বের হবার ১ দিন পর ২৫ জুন হাফেজের ঘোনা এলাকায় কৃষকরা জমিতে গেলে বাঁশ ঝাড়ের নিচে জঙ্গল দিয়ে ঢাকা মাথা বিচ্ছিন্ন এজাহারের লাশ দেখে থানা পুলিশকে জানান।
সংবাদ পেয়ে থানার ওসি মো: রবিউল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স দূর্গম পাহাড়ী এলাকার উক্ত স্থানে গিয়ে লাশ উদ্ধার করে; রাতে থানায় নিয়ে আসে। অবশেষে এজাহার বাড়ী হতে বের হবার ১ দিন পর লাশ পাওয়া যায়। উল্লেখ্য গত বছর এজাহারের বড় ছেলে ফকির আহমদকে ও কুপিয়ে হত্যা করা হয়।