রফিকুল আলম
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ৮ শত কৃষকের মাঝে ৪ হাজার কেজি বীজ ও ১৬ হাজার কেজি সার বিতরণ করা হয়েছে।
৩০ জুন বৃহস্পতিবার উপজেলা কৃষি অফিস কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ বীজ ও সার বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান হোসাইন মোঃ আবু তৈয়ব। উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাব্বির রাহমান সানি’র সভাপতিত্বে এবং উপজেলা কৃষি অফিসার মোঃ হাসানুজ্জামানের সঞ্চালনায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা,উপজেলা হিসাব রক্ষণ অফিসার বদিউজ্জামান প্রমূখ। উকৃত কৃষক সমাবশে
প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান হোসাইন মোঃ আবু তৈয়ব বলেন, দেশ গড়তে কৃষকের অবদান সব চেয়ে বেশী। কৃষকরা নানা জাতের সবজি্ ও ধান উৎপাদন করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র সোনার বাংলা গড়তে প্রধান মন্ত্রী শেখ হাসিনা দেশের সকল কৃষকদের উৎসাহ দিতে সার, বীজ ও কীট নাশকে ভূর্তুকি দিয়ে প্রাণের দেশকে এগিয়ে নিতে কৃষকের জন্য নানাবিধ সুবিধা দিয়ে যাচ্ছে। তিনি আরো বলেন,কৃষক বাঁচলে দেশ বাঁচবে, দেশ এগিয়ে নিতে কৃষকের অবদান কখনো অস্বীকার করা যাবে না।