1. Eskander211@gmail.com : MEskander :
  2. rashed.2009.ctg@gmail.com : চাটগাঁইয়া খবর : চাটগাঁইয়া খবর
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৩:৫৯ অপরাহ্ন

ফটিকছড়িতে অবৈধ বালু জব্দ ও শ্যালো মেশিন ধ্বংস

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ জুলাই, ২০২৩
  • ৮১ Time View

রফিকুল আলম :

ফটিকছড়ি উপজেলার ধর্মপুর ইউনিয়নের সর্ত্তা খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ফটিকছড়ি ও রাউজান সীমান্তবর্তী হচ্ছারঘাট এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেছে দুই উপজেলা প্রশাসন। গত ৮ জুন বিকালে ফটিকছড়ি অংশে অভিযানে নেতৃত্ব দেন ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.টি.এম কামরুল ইসলাম।
অভিযানে সহায়তা করেন ধর্পুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, ফটিকছড়ি থানা পুলিশের একটি টীম।
এ সময় বালু উত্তোলনে জড়িত কাউকে পাওয়া না গেলেও আনুমানিক ৩ হাজার ঘটফুট বালু জব্দ করে স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়। উক্ত বালু উন্মুক্ত নিলামে বিক্রি করে সমুদয় টাকা সরকারী কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট। অভিযানের সময় ৩ টি শ্যালো মেশিন, যন্ত্রপাতি ও পিবিসি পাইফ ধ্বংস করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) এটিএম কামরুল ইসলাম বলেন ধর্মপুর ইউনিয়নের হচ্ছার ঘাটে অবৈধ ভাবে বালু উত্তোলনের খবর পেয়ে দু’দিক থেকে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

© All rights reserved © 2017 chatgaiyakhobor.Com