1. Eskander211@gmail.com : MEskander :
  2. rashed.2009.ctg@gmail.com : চাটগাঁইয়া খবর : চাটগাঁইয়া খবর
বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪, ১০:৩৯ অপরাহ্ন

ফটিকছড়িতে অসহায় হতদরিদ্র মহিলাদের মাঝে এহইয়াউচ্ছুন্নাহ ফাউন্ডেশনের বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩১ জুলাই, ২০২০
  • ২১৯ Time View

রফিকুল আলম

ফটিকছড়ি উপজেলার ভূজপুরে অসহায় হতদরিদ্র মহিলাদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করেছে সেবামূলক সংগঠন এহইয়াউচ্ছুন্নাহ ফাউন্ডেশন বাংলাদেশ।
শুক্রবার (৩১আগস্ট) দুপুরে হযরত আবু বক্কর সিদ্দিক মাদ্রাসা মাঠে আয়োজিত সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান হোসাইন মুহাম্মদ আবু তৈয়ব।
ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ হুসাইন মুহাম্মদ শাহজাহান ইসলামাবাদীর সভাপতিত্বে অনুষ্টিত উক্ত অম্নুষ্টানে বিশেষ অতিথি ছিলেন- ভূজপুর ইউপি চেয়ারম্যান ইব্রাহিম তালুকদার, ফটিকছড়ি প্রেসক্লাব সভাপতি সৈয়দ জাহেদুল্লাহ কুরাইশী,সাধারণ সম্পাদক ও ফটিকছড়ি পৌরসভার কাউন্সিলর রফিকুল আলম,প্রবাসী মাওলানা আব্দুস সালাম, মাওলানা দিদারুল আলম,ইসলামিক সেন্টার মাদ্রাসার নির্বাহী পরিচালক মাওলানা হাবিবুল্লাহ দিদু,যুবলীগ নেতা মীর মোরশেদ,আক্কাস আলী প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান বলেন-আজকের এই সেলাই মেশিন বিতরণের মাধ্যমে নারীরা আত্মনির্ভরশীল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার আরেকধাপ পেরুলেন। প্রশিক্ষিত নারীরা এ সেলাই মেশিনের সাহায্যে নিজের ও পরিবারের অর্থনৈতিক উন্নয়নে সহযোগী হিসেবে অংশ নিতে পারবেন। এতে করে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে নারীদের অংশগ্রহণ আরো বাড়বে।
মাওলানা ইসমাইল সিরাজীর সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ফাউন্ডেশনের যুগ্ম মহাসচিব হাফেজ সেলিম মাহমুদ, মাওলানা হারুন আরিফী, মুহাম্মদ ইদ্রিস মাওলানা কামাল, মাওলানা ওসমান মাহমুদ,ছাত্রনেতা আনসারুল ইসলাম আনসার ও ইয়াসিন।
পরে অতিথিরা ৩৪জন মহিলার হাতে সেলাই মেশিন তুলে দেন।Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

© All rights reserved © 2017 chatgaiyakhobor.Com