1. Eskander211@gmail.com : MEskander :
  2. rashed.2009.ctg@gmail.com : চাটগাঁইয়া খবর : চাটগাঁইয়া খবর
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১০:৩৭ পূর্বাহ্ন

ফটিকছড়িতে গভীর রাতে মোবাইল কোর্ট। জরিমানা আদায় ও স্কেভেটর জব্দ।

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ জানুয়ারি, ২০২৪
  • ৭৯ Time View

রফিকুল আলম :

ফটিকছড়িতে গভীর রাতে অবৈধভাবে কৃষি জমির মাটি (টপ সয়েল) কেটে পাচারের সময় একটি স্কেভেটর জব্দ করে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে মোবাইল কোর্ট। গত ২৭ জানুয়ারী দিবাগত রাতে এ জরিমানা আদায় ও স্কেভেটর জব্দ করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মোজাম্মেল হক চৌধুরী
উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের মাহান্সপাড়া সংলগ্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময়
স্কেভেটরের সাহায্যে অবৈধভাবে কৃষি জমির মাটি (টপ সয়েল) কেটে পরিবেশের ভারসাম্য নষ্ট করা,পরিবহন করা ও জমির শ্রেণি পরিবর্তন করার অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর সংশ্লিষ্ট ধারায় অভিযোগে মোঃ রফিকুল আলম,পিতা- নজির আহমদ নামক এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
এছাড়াও ঘটনাস্থল থেকে মাটি খননের কাজে ব্যবহৃত একটি স্কেভেটর জব্দ করা হয়। মোবাইল কোর্ট পরিচালনার সময় থানা পুলিশ ও স্থানীয়রা সহায়তায় করেন।
উল্লেখ্য প্রধান সড়ক থেকে গ্রামীন সড়ক মাটি পাচারকারীদের কারনে ক্ষত- বিক্ষত হয়ে যাচ্ছে। রাতে গ্রামীন সড়ক দিয়ে মাটি ভর্তি গাড়ী চলাচলের কারনে আশ-পাশের মানুষ নিদ্রা যেতে পারে না।



Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

© All rights reserved © 2017 chatgaiyakhobor.Com