চট্টগ্রামের ফটিকছড়িতে কালবৈশাখী ঝড়ে আকাশ মনি গাছ ভেঙে চাপা পড়ে ৩ সন্তানের জননী রিনা আকতার নামের এক গৃহ বধূর মৃত্যু হয়েছে। ২০ এপ্রিল (বুধবার) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কালবৈশাখী শুরু হলে রিনা বসত ভিটি হতে গরু নিয়ে গোয়াল ঘরে আসার সময় উপজেলার কাঞ্চন নগর ইউপি’র উত্তর কাঞ্চনগর জড়ঝরি নামক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধু রিনা আক্তার (৩৭) ওই এলাকার মোহাম্মদ শাহ আলমের স্ত্রী। তাদের ২ছেলে এক মেয়ে রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের ডাঃ জান্নাতুল বলেন, সকাল ১০টার দিকে রিনা আক্তার নামক এক মহিলাকে হাসপাতালে নিয়ে আসা হয়। গাছ ভেঙে পড়ে তার মাথায় আঘাত হয়। হাসপাতালে নিয়ে আসার পূর্বেই ওই মহিলার মৃত্যু হয়।