1. Eskander211@gmail.com : MEskander :
  2. rashed.2009.ctg@gmail.com : চাটগাঁইয়া খবর : চাটগাঁইয়া খবর
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১১:২৭ পূর্বাহ্ন

ফটিকছড়িতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার সমাপণী অনুষ্টান সম্পন্ন।

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ জানুয়ারি, ২০২৪
  • ৮৭ Time View

রফিকুল আলম :
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ৪৫তম বিজ্ঞান মেলা ২০২৪ এর সমাপনী অনুষ্ঠান ২৮ জানুয়ারী ফটিকছড়ি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোজাম্মেল হক চৌধুরী। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ড. মোঃ সেলিম রেজা’র সভাপতিত্বে অনুষ্টিত সমাপনি অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা প্রকৌশলী তন্ময় নাথ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: সুচয়ন চৌধুরী ও মাস্টার মো: ইউসুফ । মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে অংশগ্রহণকারী প্রতিষ্ঠান সমূহ ও ছাত্র- ছাত্রীদের বিভিন্ন ক্যাটাগরিতে
৮ম বিজ্ঞান অলিম্পিয়াড ‘ক’গ্রুপ ৬ষ্ঠ-১০ম শ্রেণীর ১ম স্থান: মোহাম্মদ এমদাদ হোসেন, ১০ম (বিজ্ঞান), সমিতিরহাট উচ্চ বিদ্যালয়। ২য় স্থান: এস এম আফাজ উদ্দীন,১০ম (বিজ্ঞান), ভূজপুর ন্যাশনাল স্কুল এন্ড কলেজ।
৩য় স্থান: তানজিলা আকতার মিনা, ১০ম (বিজ্ঞান),মাইজভান্ডার বালিকা উচ্চ বিদ্যালয়। ৪র্থ স্থান:খোশনুর রব্বান আফিফা, ১০ম (বিজ্ঞান) ধর্মপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়। ৫ম স্থান: মুহাম্মদ মাহমুদুল হাসান, ১০ম (বিজ্ঞান) আজিমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়।
খ. গ্রুপ (একাদশ-দ্বাদশ)
১ম স্থান: মাহফুজা আকতার, দ্বাদশ (বিজ্ঞান),নারায়ণহাট আদর্শ ডিগ্রী কলেজ।২য় স্থান: একই কলেজের  একাদশ (বিজ্ঞান) সুমাইয়া আফরিন ও
৩য় স্থান: সিমা আকতার, দ্বাদশ (বিজ্ঞান),৪র্থ স্থান:জিতু আরা ইয়াছমিন, দ্বাদশ (বিজ্ঞান),৫ম স্থান:তাজরিফা আক্তার ইলা, একাদশ (বিজ্ঞান)।
৮ম  বিজ্ঞান কুইজ : ১ম স্থান-ইফফাত সুলতানা, ১০ম (বিজ্ঞান), গুলতাজ মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ।
২য় স্থান- প্রিয়ন্তি দেবী, ১০ম (বিজ্ঞান), ফটিকছড়ি বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়। ৩য় স্থান:সবিকুন নাহার সাদিয়া, ১০ম (বিজ্ঞান) ধর্মপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়।
তাছাড়া ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিজ্ঞান মেলায় অংশগ্রহনকারী প্রতিষ্ঠানের স্টল মূল্যায়ন ফলাফল
কলেজ পর্যায়ে১ম স্থান- হেয়াঁকো বনানী ডিগ্রী কলেজ।২য় স্থান- নারায়নহাট আদর্শ ডিগ্রী কলেজ ও ৩য় স্থান- ফটিকছড়ি সরকারি কলেজ ও
বিদ্যালয় পর্যায়ে ১ম স্থান- ধর্মপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়,২য় স্থান- ফটিকছডি বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় ও ৩য় স্থান-নানুপুর বালিকা উচ্চ বিদ্যালয় শ্রেষ্ট হয়। অনুষ্টান শেষে অতিথিরা বিজয়ী ছাত্র-ছাত্রী ও শ্রেষ্ট স্টলের শিক্ষকদের ক্রেষ্ট ও সন্মাননা সনদ বিতরণ করেন।



Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

© All rights reserved © 2017 chatgaiyakhobor.Com