1. Eskander211@gmail.com : MEskander :
  2. rashed.2009.ctg@gmail.com : চাটগাঁইয়া খবর : চাটগাঁইয়া খবর
মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৮:৪৫ পূর্বাহ্ন

ফটিকছড়িতে পৃথক ঘটনায় ২ শিশু সহ নিহত-৩

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ মার্চ, ২০২২
  • ১৪৬ Time View

রফিকুল আলম

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় পুকুরের পানিতে ডুবে ২ জন শিশু ও মোটরসাইকেলের ধাক্কায় শতবর্ষী এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ রফিক জানান, ৯ মার্চ বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার লেলাং ইউপি’র ২নং ওয়ার্ডস্থ উত্তর পাইট্টালা কুল এলাকায় ২জন আপন চাচাতো বোন ওই এলাকার নজরুল ইসলামের মেয়ে মিম আক্তার (২) ও মুহাম্মদ ফারুকের মেয়ে জান্নাতুল নিসা (৩) বসত ঘরের পেছনে পুকুরের পানিতে ডুবে মারা যায়। তারা দু’জনে একসাথে খেলা করছিল। হঠাৎ তারা নিখোঁজ হয়ে যায়। খোঁজাখুঁজির এক পর্যায়ে তাদের দেহ বসত ঘরের পেছনে পুকুরে ভেসে উঠতে দেখে স্থানীয়রা। পরে তাদের উদ্ধার স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে তাদের দু’জনকেই মৃত ঘোষণা করে চিকিৎসক।

এদিকে পৌরসভার কাউন্সিলর জয়নাল আবেদিন জানান, বুধবার ৯ মার্চ সকাল ১০টার দিকে উপজেলার নাজিরহাট পৌরসভাধীন সুয়াবিল এলাকার লালমাটিয়া গ্রামে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় গুরুত্বর আহত হয় শতবর্ষী দুলামিয়া (৯৫)। পরে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহত দুলা মিয়া ওই এলাকার মৃত ইব্রাহিমের পুত্র।
এ সব মৃত্যুর ঘটনায় এলাকার শোকের ছায়া নেমে আসে।
উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের জরুরী চিকিৎসক ডা. ফাতেমাতুজ জোহরা বিষয়গুলো নিশ্চিত করেছেন।



Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

© All rights reserved © 2017 chatgaiyakhobor.Com