‘মুজিববর্ষের আহ্বান, লাগাই গাছ বাড়াই বন’ এই শ্লোগানকে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী উপলক্ষে সারাদেশে ১ (কোটি) বৃক্ষের চারা রোপন কার্যক্রমের আওতায় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় বৃহস্পতিবার ১৬ জুলাই বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান চেয়ারম্যান হোসাইন মো: আবু তৈয়ব ও উপজেলা নির্বাহী অফিসার মো. সায়েদুল আরেফিন।
এ সময় আরোও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জানে আলম, ফটিকছড়ি থানা অফিসার ইনচার্জ মোঃ বাবুল আকতার, উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান জেবুন নাহার
ও উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে বৃক্ষ রোপন কর্মসূচীর পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদের আত্নার মাগফেরাত কাৃনা করে মোনাজাত করা হয়।