রফিকুল আলম
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চন নগর ইউনিয়নে পানির গর্তে পড়ে ইমাম হোসেন আয়াত নামের ১৩ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার(২১ জুলাই) বিকালে সাড়ে ৪টার দিকে ইউনিয়নের মানিকপুর গ্রামের আহমদিয়া কেরামতিয়া মহিলা মাদ্রাসার দক্ষিন পার্শ্বস্থ দিঘীর পুর্বপাড়ের বাড়ীর পার্শ্বে এই ঘটনা ঘটে। সে মানিকপুর শিল্পপাড়া এলাকার জসিম উদ্দিনের একমাত্র সন্তান।
নিহত শিশুর দাদা নুর হোসেন জানান, আমার নাতিকে আমি একটু আগে হাতে পেয়ারা দিয়ে দোকানে আসি।এর কিছুক্ষন পর খবর আসে আমার নাতি পানিতে পড়েছে। দৌড়ে গিয়ে দেখি এলাকাবাসীরা আমার নাতিকে পানি থেকে উদ্ধার করছে।পরে আয়াতকে কাঞ্চননগর আব্দুল মোনায়েম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে।
এই ঘটনায় এলাকা ও নিহতের পরিবারে শোকের মাতম বিরাজ করছে।মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন,স্থানীয় ইউপি সদস্য আবছার উদ্দিন।