ফটিকছড়ি উপজেলার সর্ববৃহত দাঁতমারা ইউনিয়নের বড়বেতুয়া গ্রামের হাজারো মানুষের স্বপ্ন পূরনে কাঞ্চনা ছড়ার ওপর প্রায় ২৫ লাখ টাকা ব্যয়ে সেতু নির্মাণ কাজের ১৫ মার্চ উদ্বোধন করেন দাঁতমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জানে আলম।
এ সময় চট্টগ্রাম জেলা বি.এ.ডি.সি প্রকৌশলী সায়েদুল ইসলাম, হাটহাজারী উপজেলা প্রকৌশলী দীপন চাকমা, ইউপি সদস্য আবদুল হাকিম, কুলসুমা বেগম, যুবলীগ নেতা জামাল উদ্দীন, জাহেদুল ইসলাম, আবদুল জলিল,শাহিন আলম স্থানীয় গন্যমান্য ব্যক্তি সহ অনেকে উপস্থিত ছিলেন।
সেতুটি নির্মাণ শেষ হলে উক্ত ইউনিয়নের কয়েকটি গ্রামের হাজার মানুষ ও শিক্ষার্থীদের
ভোগান্তি দূর হবে। সহজ হবে এক গ্রাম থেকে অন্য গ্রামের যাতায়ত ব্যবস্থা।