বৃহস্পতিবার, ৭ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ -|- ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ-হেমন্তকাল -|- ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
chatgaiyakhobor.com - news@chatgaiyakhobor.com - www.facebook.com/chatgaiyakhobor/

ফটিকছড়ির মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আহমদ ছাপার ইন্তেকাল।। দু’বার জানাযার নামাজ শেষে দাফন।। শোক প্রকাশ

প্রকাশিত হয়েছে- শনিবার, ২১ জানুয়ারি, ২০২৩

রফিকুল আলম।।

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কৃতি সন্তান, ফটিকছড়ি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও সাবেক ব্যাংক কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ আহমদ ছাফা ২০ জানুয়ারী সকাল ৭ টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৭০। মৃত্যুকালে তিনি স্ত্রী,২ ছেলে, ৩ মেয়ে ও আত্নীয় স্বজন সহ অসংখ্য শুভাঙ্খী রেখে যান। শুক্রবার ২০ জানুয়ারী রাষ্ট্রীয় সম্মাননা জানানো হয়।এসময় মরহুমের কপিনে জাতীয় পতাকা দিয়ে ঢেকে দিয়ে গার্ড অব অমার ও পুস্প স্তবক প্রদান করা হয়।পরে বিকাল ৩ ঘটিকার সময় ফটিকছড়ি কলেজ মাঠে প্রথম জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। পরে দ্বিতীয় জানাযার নামাজ বাদে আছর মরহুমের নিজ গ্রামে অনুষ্টিত হয়। জানাযার নামাজ শেষে মরহুমের মরদেহ পারিবারীক কবর স্থানে দাফন করা হয়।
জানাযার নামাজের আগে বীর মুক্তিযোদ্ধা খায়রুল বশর চৌধুরীর সঞ্চালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম,উপজেলা পরিষদ চেয়ারম্যান এইচ এম আবু তৈয়ব,সাবেক এমপি মজাহারুল হক শাহ চৌধুরী,পৌর মেয়র আলহাজ্ব ইসমাইল হোসেন,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন মুহুরী সহ মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ।
জানাযার নামাজে জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম,উপজেলা পরিষদ চেয়ারম্যান এইচ এম আবু তৈয়ব,সাবেক এমপি মজাহারুল হক শাহ চৌধুরী,পৌর মেয়র আলহাজ্ব ইসমাইল হোসেন,উপজেলা আওয়ামীলীগের ( ভারপ্রাপ্ত) সভাপতি গোলাম রহমান,বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক, বীর মুক্তিযোদ্ধা এমদাদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন মুহুরী সহ মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ,বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, ব্যবসায়ী, বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা সহ হাজারো মানুষ জানাযার নামাজে অংশ গ্রহন করন।

শোক প্রকাশ : বীর মুক্তিযোদ্ধা মরহুম আহমদ ছাফার বিদেহী আত্নার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি পৃথক বিবৃতিতে সমবেদনা জানিয়েছেন, সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম,উপজেলা পরিষদ চেয়ারম্যান এইচ এম আবু তৈয়ব,সাবেক এমপি মজাহারুল হক শাহ চৌধুরী,পৌর মেয়র আলহাজ্ব ইসমাইল হোসেন,উপজেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি গোলাম রহমান, সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন মুহুরী, সাবেক কমান্ডার আমিনুল হক,সাবেক কমান্ডার বোরহান উদ্দীন চৌধুরী সহ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ, ফটিকছড়ি প্রেসক্লাবের সভাপতি সৈয়দ জাহেদুল্লাহ কুরাইশী, সাধারণ সম্পাদক ও পৌর কমিশনার রফিকুল আলম।
উল্লেখ্য মৃত্যুর আগে তিনি ‘মুক্তিযুদ্ধে ফটিকছড়ি’ নামে দু’টি বই প্রকাশ করেছিলেন। তাছাড়া ফটিকছড়ির বধ্য ভূমি চিহৃত করণ ও বীরঙ্গনাদের সন্ধানে অগ্রনী ভূমিকা রাখেন।