রফিকুল আলম :
ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নে দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান তা’লীমুল উম্মাহ ইসলামী একাডেমীতে পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার ৮জুন সকাল ১০টায় একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য মোতাহের হোসেন বাবুল।
লেলাং ইউপির প্যানেল চেয়ারম্যান সরোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন,শাহনগর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মুহাম্মদ নুরুল ইসলাম।
প্রধান আলোচক ছিলেন,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার শহিদুল আজিম আজাদ।
সংবর্ধিত অতিথি ছিলেন,নানুপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুহাম্মদ তৌহিদুল আলম।
বিশেষ অতিথি ছিলেন,শাহনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ জসিম উদ্দিন,ব্যাংকার রাশেদুল আলম,জাহেদুল ইসলাম জনি, এমরান হোসেন,প্রবাসী সংগঠক নাসির শিকদার,মোস্তফা কামরুল,সেলিম উদ্দিন প্রমুখ।
মুহাম্মদ নাছির উদ্দিন ও আবু বকরের যৌথ সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, পরিচালক মোহাম্মদ হোসেন,মাওলানা মোরশেদুল আলম,জুবায়ের উদ্দিন, শিক্ষক মোঃ মোশাররফ,ইব্রাহিম,ওমর ফারুক ও শাকের হোসাইন প্রমুখ।
অনুষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ও বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট-পুরস্কার বিতরণ করেন অতিথিরা।