চট্টগ্রামের হাটহাজারীতে মালবাহী জিপ-সিএনজি মুখোমুখি সংঘর্ষে মুহাম্মদ ফারুক (২৪) নামে এক সিএনজি অটোরিক্সা চালকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারীর মির্জাপুর বুড়িপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত অটোরিক্সা চালক ফটিকছড়ি উপজেলার দক্ষিণ কাঞ্চন নগর এলাকার খান মোহাম্মদ পাড়ার মোহাম্মদ এজহার মিয়ার ছেলে।
আহত অবস্থায় স্থানীয়রা তাকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্র নিয়ে যাবার সময় পথে মৃত্যু হয়। হাটহাজারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডাক্তার আবু সৈয়দ মো. ইমতিয়াজ হোসাইন জানান, সড়ক দুর্ঘটনায় আহত অটোরিক্সা চালক ফারুককে হাসপাতালে নিয়ে আসার আগে তার মৃত্যু হয়েছে।