“সংকটে সংগ্রামে নির্ভীক সহযাত্রী”
বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে ফটিকছড়ি উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ৮ অাগষ্ট ফটিকছড়ি উপজেলা পরিষদের মুক্তিযােদ্ধা জহুরুল হক হল রুমে সেলাই মেশিন বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী। উপজেলা নির্বাহী অফিসার মো: মহিনুল হাসানের সভাপতিত্বে অনুষ্টিত উক্ত অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হোসাইন মোঃ আবু তৈয়ব। সভায় উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভােকেট ছালামত উল্লাহ চৌধুরী শাহীন,সহকারী কমিশনার (ভূমি) এস এম আলমগীর, ফটিকছড়ি পৌরসভার মেয়র আলহাজ্ব ইসমাইল হোসেন,নাজিরহাট পৌরসভার মেয়র এস এম সিরাজ উদ দ্দৌল্লা,ফটিকছড়ি তানার ওসি মোঃ রবিউল ইসলাম,ভূজপুর থানার ওসি মোঃ আছহাব উদ্দীন, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা নাবিল চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল হোসেন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দিলরুবা বেগম। এসময় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।