1. Eskander211@gmail.com : MEskander :
  2. rashed.2009.ctg@gmail.com : চাটগাঁইয়া খবর : চাটগাঁইয়া খবর
বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৩:০৬ পূর্বাহ্ন

বিনাজুরীতে রাজিব চৌধুরীর শখের চাঁদ বাগানের সাথে যুক্ত হলো ২ একর মৎস্য প্রকল্প

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ এপ্রিল, ২০২১
  • ৯৮ Time View

প্রদীপ শীল, রাউজান
রাউজানের বিনাজুরীতে রাজিব চৌধুরীর শখের চাঁদ বাগানের সাথে যুক্ত হলো মৎস্য প্রকল্প। মৎস্য প্রকল্পের নাম রাখা হয়েছে শান্তির দিঘি। এই দিঘির আয়তন প্রায় দুই একর। নতুন ভাবে খনন করা দিঘি ও সুন্দরতম চাঁদ বাগান পরিদর্শন করে দেখা যায়, নির্মল সৌদর্য্য বিরাজ করছে একটি ভনণের চতুর্থ তলায়। কয়েকশো প্রজাতির ফলজ বৃক্ষে ফলন এসেছে চোখ ধাঁধানো। গাছে ঝুলছে আম, পেয়ারা, কমলা, মাল্টা, চেরি ফল, ডালিম, লেবু, তিত করলা, বেগুন, ক্যাপসিকাম, বড় জামসহ অনেক ফল। অপরদিকে নতুন করে যুক্ত হওয়া মৎস্য প্রকল্পের প্রস্তুতি শেষ হয়েছে। জানা যায়, এলাকার প্রয়াত শান্তি দাশের বড় পুত্র নারায়ন দাশের প্রায় ২ একর পরিত্যক্ত জলাশয়কে খনন করে মৎস্য চাষাবাদের জন্য প্রস্তুত করা হয়েছে। রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর পরামর্শে নতুন করে নামকরণ করা শান্তির দিঘির পাড়ে রোপন করা হবে ফলজ বাগান। পরিকল্পিত মৎস্য ও ফলজ বাগান দৃশ্যমান হবে কয়েক মাসের মধ্যে। দিঘিতে কার্প জাতীয় মাছের চাষাবাদ করা হবে বলে জানান ব্যবসায়ী রাজীব চৌধুরী রাজু। এর আগে তিনি কাগতিয়া বাজারে তার নিজস্ব বহুতন ভবণের চাঁদে গড়ে তুলেছিলেন শখের বাগান। বৃক্ষ প্রেমিক সাংসদ ফজলে করিম চৌধুরীর দেখােনা স্বপ্নে চাঁদ বাগান শুরু করেন রাজু। তার ফুল ও ফলের বাগানে রয়েছে বিদেশি প্রজাতির আম, জাম, পেয়রা, লেবু, আমলকী, ডালিম, কমলা, মাল্টা, পেঁপেঁ, চেরি ফল, ড্রাগন, এলাচ সহ নানা প্রকার সবজি ক্ষেত। ২৮শত বর্গফুট আয়তনের চাঁদের দক্ষিণ কর্ণারে রয়েছে একটি কবুতরের বাসা। সেখানে অর্ধ শত উন্নতমানের কপোতকপোতি রয়েছে। চাঁদের পূর্ব কর্ণারে রয়েছে দেশীয় মুরক ও তার্কি। সাদা জাতের মুরক গুলো দেখতে খুবই সুন্দর ও মায়াবতী। শখের চাঁদ বাগান ও দীঘি খনন প্রসঙ্গে ব্যবসায়ী রাজিব চৌধুরী রাজু বলেন, রাউজানের সাংসদ প্রিয় নেতা এবিএম ফজলে করিম চৌধুরী রাউজানে এক ঘন্টায় সাড়ে চার লক্ষ ফলজ চারা রোপন করেন। আমার নেতার দেখানো শিক্ষা ধারণ করে আমি বৃক্ষরোপণে আগ্রহী হয়ে উঠি। প্রথমে চাঁদ বাগান দিয়ে আমার বৃক্ষরোপণ শুরু হয়। পর্যায়ক্রমে বাড়ীট আঙ্গিনা ও ছোট ছোট সড়কেও ফলজ গাছ রোপন করি। সাংসদের নির্দেশনায় নতুন করে খনন করা শান্তি দিঘির চারটি পাড়ে পরিকল্পিত ফলজ বাগান করা হবে। বিশাল এলাকাজুড়ে গাছ সৃজন করা হলে এই এলাকায় দিঘি ও বাগান হবে একটি বিনোদন মূলক শিশু পার্ক।



Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

© All rights reserved © 2017 chatgaiyakhobor.Com