প্রদীপ শীল, রাউজানঃ
করোনায় আক্রান্ত চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এবিএম আজদ ও জেলা প্রশাসক ইলিয়াছ হোসেনসহ পরিবারের সকলের রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৮ সেপ্টেম্বর শুক্রবার এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় উপজেলা জামে মসজিদে। রাউজান উপজেলা প্রশাসন আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ।
এখানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি আবদুল্লাহ আল মাহামুদ ভূইঁয়া, উপজেলা প্রকৌশলী আবুল কালাম আজাদ, প্রাথমিক শিক্ষা অফিসার আবদুস কুদ্দুস, প্রকল্প কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু,
রাউজান প্রেস ক্লাবের সভাপতি শফিউল আলম প্রমুখসহ আরো অনেকেই।