প্রদীপ শীল রাউজানঃ
রাউজান তরুণ প্রজন্মের অন্যতম প্রতিনিধি ফারাজ করিম চৌধুরীর মেধা মনন ও মানবিক চিন্তা চেতানায় নির্মিত হওয়া আইসোলেশন সেন্টারের কাজের সর্বশেষ প্রস্ততি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আজ ১৪ জুলাই দীর্ঘ ১ মাসের ও বেশি সময় ধরে প্রস্তুতি চলতে থাকা সুলতানপুর ৩১শয্যা হাসপাতালের আইসোলেশন সেন্টারের যাবতীয় কাজ সম্পন্ন হয়।
আজ ১৫ জুলাই টেলি কনফারেন্সে উদ্ধোধন করবেন রাউজান সাংসদ ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ.বি.এম ফজলে করিম চৌধুরী এম.পি। পরিপূর্ণ এই আইসোলেশন সেন্টারটি প্রস্ততির শেষ কাজের পর্যবেক্ষণ করছেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ। এসময় উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার ২য় প্যানেল মেয়র, আইসোলেশন সেন্টার নির্মানের প্রধান সম্মনয়ক জমির উদ্দীন পারভেজ, চিকদাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের রেজিস্টার ডা.ফজলে করিম বাবুল সহ রাউজান উপজেলা উত্তর-দক্ষিণ ছাত্রলীগ এবং সেন্ট্রাল বয়েজ অব রাউজান’র নেতৃবৃন্দরা।