আজ ১৬ সেপ্টেম্বর ২০২০ বুধবার বাদে আছর দক্ষিণ চট্টলার আধ্যাতিক শরাফতের প্রতিষ্ঠাতা ঐতিহ্যবাহি পটিয়া আমির ভান্ডার দরবার শরীফের আমিরুল আউলিয়া হযরত মৌলানা শাহসূফি সৈয়্যাদ আমিরুজ্জমান শাহ আকদস(ক.) (১৮৪৫-১৯২৭) পবিত্র রওজা-এ-পাকের পূণঃ নির্মাণ প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠান হতে যাচ্ছে।
উক্ত অনুষ্ঠানে আওলাদে পাকগণের সম্মিলিত প্রতিষ্ঠান আমির ভান্ডার সংসদের পক্ষ থেকে সকল আশেকান, মুরিদান, ভক্ত ও মেহমানবৃন্দের প্রতি দাওয়াত এবং উপস্থিতি কামনা করেছেন।