প্রদীপ শীল, রাউজানঃ
মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি রাউজান উপজেলার দক্ষিণের শাখাসমূহের ব্যবস্থাপনায় গাউছুল আজম হযরত মাওলানা শাহ্সূফী সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী (ক:)’র ১১৫ তম ওরশ উপলক্ষে , বৈশ্বিক দুর্যোগ মোকাবেলায় ত্বরিকত পন্থীদের ভূমিকা ও মাইজভাণ্ডারী দর্শন শীর্ষক সেমিনার গুণীজন সংবর্ধনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
১১ জানুয়ারি সোমবার সন্ধ্যায় গশ্চি নয়াহাট অতিথি গার্ডেনে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মুফতি মুহাম্মদ সাইফুল ইসলাম আল কাদেরী(মা.জি.আ)।উদ্ধোধক ছিলেন গাউসিয়া হক কমিটির কেন্দ্রীয় পর্ষদের সহ সভাপতি শেখ মুজিবুর রহমান বাবুল।সংগঠক ইউছুফ আলীর সঞ্চালনায় প্রধান অথিতি ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান একে এম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল। আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্বিবিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড.মুহাম্মদ জাফর উল্লাহ, দৈনিক ইত্তেফাকের সিনিয়র স্টাফ রিপোর্টার ড.সৈয়দ আব্দুল ওয়াজেদ, চুয়েট স্কুল এন্ড কলেজের অধ্যাপক মুহাম্মদ গোফরান পূর্ব গুজরা ইউপি চেয়ারম্যান মুক্তিযুদ্ধা আব্বাস উদ্দিন আহম্মেদ ।বিশেষ অথির তকরির করেন আল্লামা গোলাম মোস্তফা মুহাম্মদ শায়েস্তাখান আল আযহারী, মাওলানা সৈয়দ আহমদুল হক মাইজভাণ্ডারী।
বক্তব্য রাখেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি রাউজান উপজেলা ঘ জোনের সমন্বয়কারী জাকের হোসেন মাষ্টার,আক্কাস উদ্দিন মানিক, এস এম মুহিবুল্লাহ, রাঙ্গামাটি ও রাঙ্গুনিয়া উপজেলা সমন্বয়কারী মমঞ্জুরুল ইসলাম চৌধুরী, আবু তাহের ভাণ্ডারী, মহিউদ্দিন, নুর মুহাম্মদ, আবু আহম্মদ,মোহাম্মদ জাবেদ, সেলিম উদ্দীন।অনুষ্টানে রাউজান প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক শফিউল আলম, আব্দুল মালেক সওদাগরসহ ৭ জন গুণী ব্যাক্তিকে সম্মামনা সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন প্রধান অথিতি একে এম এহেছানুল হায়দার বাবুল। মিলাদ কিয়াম শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।