ফটিকছড়ি প্রতিনিধি :
ফটিকছড়ি উপজেলায় আগুনে পুড়ে আলি হোসেন নামের এক যুবকের মর্মান্তিক ভাবে মৃত্যু হয়েছে। ১৬ মে উপজেলার নানুপুর ইউনিয়নের মাইজভান্ডার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের বাড়ি মুন্সিগঞ্জের রানীগাঁও ইউনিয়নের বারহাট্ট এলাকায়।
জানা যায়,মাইজভান্ডার শরীফ প্রবেশ সড়কের পশ্চিম পাশে সৈয়দ নাজিম উদ্দিনের বসত ঘর ও ভাড়া বাসায় আগুন লাগলে মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। এসময় এলাকাবাসী আগুন নিয়ন্ত্রনের চেষ্টা অব্যাহত থাকা অবস্থায় ফটিকছড়ি ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে। নিহত আলি হোসেন বাঁচার জন্য দ্বিতীয় তলা থেকে নিচে লাফ দিলে সেখানে আগুনের লেলিহাল শিখাই পুড়ে সে মারা যায়।
ফটিকছড়ি ফায়ার সার্ভিস কর্মকর্তা মোহাম্মদ কামাল উদ্দিন বলেন,আমরা খবর পেয়ে এসে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসি। ঘটনাস্থল হতে এক যুবকের লাশ উদ্ধার করি।