1. Eskander211@gmail.com : MEskander :
  2. rashed.2009.ctg@gmail.com : চাটগাঁইয়া খবর : চাটগাঁইয়া খবর
মঙ্গলবার, ১৮ জুন ২০২৪, ১১:২৬ অপরাহ্ন

মহান বিজয় দিবস ফটিকছড়ি উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে উদযাপন।

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ১১১ Time View

রফিকুল আলম :

সূর্যোদয়ের সাথে সাথে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন এর মাধ্যমে শুরু হয় ফটিকছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস ২০২৩ এর কার্যক্রম। দিবসের শুরুতে প্রথম প্রহরে উপজেলা পরিষদের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জেবুন নাহার মুক্তা , উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোজাম্মেল হক চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি)এটিএম কামরুল ইসলাম, ফটিকছড়িসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরপ্রধান, বীর মুক্তিযোদ্ধা সহ অন্যান্যরা।
পরে অন্যান্য কর্মসূচী ফটিকছড়ি করোনেশন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় সংগীত এর মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়ানো মাধ্যমে শুরু হয়, মহান বিজয় দিবসের কর্মসূচি। জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন, উপজেলা নির্বাহী অফিসার মো: মোজাম্মেল হক চৌধুরী,উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত)চেয়ারম্যান
জেবুন নাহার মুক্তা। জাতীয় পতাকা উত্তোলন শেষে কুচকাওয়াজ,ডিসপ্লে ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ফটিকছড়ি করোনেশন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
এসময় অনুষ্টানে উপস্থিত ছিলেন, ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মো: নুরুল হুদা,উত্তর জেলা আওয়ামীলীগের সদস্য ও ফটিকছড়ি পৌরসভার মেয়র আলহাজ্ব ইসমাইল হোসেন,উপজেলা ভাইস চেয়ারম্যান এড. ছালামত উল্লাহ চৌধুরী,ইউ এইচ ও আরিফিন আজিম,উপজেলা প্রকৌশলী তন্ময় নাথ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আবুল হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলী প্রণবেশ মহাজন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসানুল কবির ও একাডেমিক সুপারভাইজার আকরাম হোসেন, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষিকা। ফটিকছড়ি উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ডিসপ্লে (মাধ্যমিক পর্যায়) ১ম স্থান অর্জন করেছেন আল্-হাসানাইন একাডেমী।
অন্যদিকে উপজেলা পরিষদ প্রাঙ্গনে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন,মুক্তিযোদ্ধা সংসদ,উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠন, ফটিকছড়ি পৌরসভা,ফটিকছড়ি প্রেসক্লাব,পল্লী বিদ্যুৎ জোনাল অফিস সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্টান ও সামাজিক সংগঠন গুলো।
উপজেলা প্রশাসনের দিন ব্যাপী কর্মসূচীর মধ্যে ১৬ ডিসেম্বর  মহান বিজয় দিবসের দিন শহীদ শফিকূন নূর মওলা বীর প্রতীক গণমিলনায়তনে
বীরমুক্তিযোদ্ধাগণ এবং মরহুম বীরমুক্তিযোদ্ধাগণের পরিবারের সদস্যগণকে সংবর্ধনা প্রদান করা হয়।
অপরদিকে উপজেলার বিভিন্ন কলেজ, উচ্চ বিদ্যালয়,মাদ্রাসা, সলক প্রাথমিক বিদ্যালয় ও বিভিন্ন সামাজিক সংগঠন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন, আলোচনা সভার আয়োজন করেন।ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন বাগান বাজার উচ্চ বিদ্যালয়ে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান প্রধান শিক্ষক চৌধুরী মুহাম্মদ ইমামুদ্দিন নুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।  এতে প্রধান অতিথি ছিলেন, বাগান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি শাহাদাৎ হোসেন সাজু। বিশেষ অতিথ ছিলেন সাবেক সেনা কমকর্তা ও অভিভাবক সদস্য মোহাম্মদ আবুবকর,সহকারী প্রধান শিক্ষক আবুল খায়ের মজুমদার। জনাব শিব  প্রসাদ নাথ, হারুন অর রশিদ,  নুরুল হক, লিটন মজুমদার, রাজিব ভৌমিক,বিশ্বজিৎ চৌধুরী।Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

© All rights reserved © 2017 chatgaiyakhobor.Com