1. Eskander211@gmail.com : MEskander :
  2. rashed.2009.ctg@gmail.com : চাটগাঁইয়া খবর : চাটগাঁইয়া খবর
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১০:৫১ পূর্বাহ্ন

মাইজভান্ডার দরবার শরীফে লাখো ভক্তের ঢল।। গাউছিয়া রহমান মঞ্জিলের কর্মসূচী শেষে আখেরী মোনাজাত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩
  • ১০৩ Time View

রফিকুল আলম :

মাইজভাণ্ডারী তরিকার প্রবর্তক হযরত গাউছুল আজম সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারীর (ক.) ১১৭তম বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে মাইজভান্ডার দরবার শরীফস্থ বিভিন্ন মঞ্জিল গুলো নানা কর্মসূচীর মাধ্যমে পালন করেছে। গতকাল ২৪ জানুয়ারী ওরশ শরীফের কর্মসূচী শেষে সকল উম্মাহর কল্যাণ কামনা করে আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হয়।
মাইজভাণ্ডার দরবার শরীফের প্রতিষ্ঠাতা গাউছুল আজম মাইজভাণ্ডারী মওলানা শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ (ক.) প্রকাশ হযরত কেবলার ১১৭তম ওরস উপলক্ষে দেশের বিভিন্ন এলাকা থেকে মাইজভাণ্ডারে এসেছেন বিভিন্ন ধরনের যানবাহন যোগে লাখো আশেক-ভক্তরা।
মাইজভান্ডার এসে ভক্তরা গাউছুল আজম মাইজভাণ্ডারী মওলানা শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ (ক.) প্রকাশ হযরত কেবলা,গাউছুল আজম মাইজভাণ্ডারী মওলানা শাহসুফি সৈয়দ গোলামুর রহমান প্রকাশ বাবা ভান্ডারী, শাহসুফি সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক.) মওলানা শাহসুফি সৈয়দ শফিউল বশর আল- হাচানী আল মাইজভান্ডারী (ক.) রওজা জেয়ারত করেন।
এদিকে আশেকানে ভক্তরা গাউছিয়া রহমান মঞ্জিলে সাজ্জাদানশীন শাহসুফি মাওলামা সৈয়দ মুজিবুল বশর আল হাচানী আল মাইজভান্ডারীর সাথে সাক্ষাৎকরে দোয়া কামনা করতে দেখা যায়।
ওরশ শরীফ উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষার্থে উপজেলা প্রশাসন, থানা পুলিশ,হাইওয়ে পুলিশ ও বিভিন্ন মঞ্জিলের সেচ্ছা সেবকরা দায়িত্ব পালন করেন।
ওরশের প্রধান দিবসে মঙ্গলবার ২৪ জানুয়ারী গাউছিয়া রহমান মঞ্জিলের বিভিন্ন কর্মসূচী শেষে রাতে বিশ্বের সকল উম্মাহর সুখ, শান্তি,সমৃদ্ধি ও কল্যান কামনা করে আখেরী মোনাজাত পরিচালনা করেন, সাজ্জাদানশীন শাহ ছূফি মাওলানা সৈয়দ মুজিবুল বশর আল-হাছানী আল-মাইজভান্ডারী (ম:জি:আ:)।
এ সময় উপস্থিত ছিলেন শাহজাদা সৈয়দ নুরুল বশর আল-হাছানী আল- মাইজভান্ডরী সহ আওলাদ ও অশেকানে ভক্তরা।



Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

© All rights reserved © 2017 chatgaiyakhobor.Com