1. Eskander211@gmail.com : MEskander :
  2. rashed.2009.ctg@gmail.com : চাটগাঁইয়া খবর : চাটগাঁইয়া খবর
বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৩:৪১ পূর্বাহ্ন

মানুষের দুর্ভোগ লাঘব হবেঃ রাউজানে ৭ কোটি টাকা ব্যয়ে হলদিয়া ভিলেজ রোড নির্মাণ কাজ শেষ পর্যায়ে

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ জুন, ২০২১
  • ১০৩ Time View

প্রদীপ শীল, রাউজানঃ
৭ কোটি টাকা ব্যয়ে হলদিয়া ভিলেজ রোড নির্মন কাজ শেষ পর্যায়ে। রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী বরাদ্দকৃত অর্থে প্রায় ৫.৬ কিলোমিটার সড়কটি নির্মাণ করছেন ঠিকাদারী প্রতিষ্ঠান জে. জে. বিল্ডার্স । সড়কটি পরিদর্শন করে দেখা যায়, সড়ক প্রশস্তকরণ করে লৌহার রড দিয়ে আর সি, সি ঢালাই করেছেন। রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের আমির হাট থেকে শুরু হওয়া হলদিয়া ভিলেজ রোডটি গুরুত্বপূর্ণ। হলদিয়া ইউনিয়নের গর্জনিয়া, হলদিয়া রাবার বাগান, উত্তর সর্তা, বইজ্যার হাট, দক্ষিন ক্ষিরাম, শিরন্নী বটতল, হয়ে হচ্ছার ঘাট এলাকায় গিয়ে সর্তার খালের সাথে মিলিত হয়েছে। এ সড়ক দিয়ে ফটিকছড়ি উপজেলার ক্ষিরাম, ধর্মপুর, আধাঁর মানিক এলাকার হাজার হাজার মানুষ নিয়মিত যাতায়াত করে। এছাড়া হলদিয়া ভিলেজ রোড এর পাশে রয়েছে হযরত এয়াসিন শাহ কলেজ, হযরত এয়াসিন শাহ উচ্চ বিদ্যালয়, হলদিয়া ইউনিয়ন পরিষদ, হলদিয়া রাবার বাগান, গর্জনিয়া ফাজিল মাদ্রাসা, গর্জনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, হলদিয়া উচ্চ বিদ্যালয়, হলদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, বইজ্যার হাট বাজার, সাজেদ কবির চৌধুরী সরকারী প্রাথমিক বিদ্যালয়। গত বছর বর্ষার মৌসুমে সর্তা খালের ভাঙ্গনে পাহাড়ী ঢলে সড়কটি ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্থ হয়। এরপর হাজার হাজার মানুষ প্রতিদিন চরম দুর্ভোগের মধ্যে দিয়ে চলাচল করতে হতো । এই চরম দুর্ভোগ লাঘব করতে এগিয়ে আসেন রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি । সাংসদ আন্তরিক প্রচেষ্টায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সড়কটি নির্মানের জন্য টেন্ডার আহবান করে। ৭ কোটি টাকা ব্যয়ে ৫.৬ কিলোমিটার দৈর্ঘ হলদিয়া ভিলেজ রোডের ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষে হলদিয়ার দুবাই প্রবাসী মোহাম্মদ মুছা গত দেড় বছর পুর্বে সড়কের নির্মান কাজ শুরু করে। নির্মাণ কাজ আগামী ১৫ দিনের মধ্যে শেষ করতে পারবে বলে আশা করছেন হলদিয়া ভিলেজ রোডের নির্মান কাজের ঠিকাদার মোহাম্মদ মুছা। রাউজান উপজেলা প্রকৌশলী আবুল কালাম বলেন, হলদিয়া ভিলেজ রোডের নির্মান কাজ শীঘ্রই শেষ হবে । হলদিয়া ভিলেজ রোডের নির্মান কাজ শেষ হলে রাউজান ফটিকছড়ির হাজার হাজার মানুষের চলাচলের দুর্ভোগ লাঘব হবে।



Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

© All rights reserved © 2017 chatgaiyakhobor.Com