1. Eskander211@gmail.com : MEskander :
  2. rashed.2009.ctg@gmail.com : চাটগাঁইয়া খবর : চাটগাঁইয়া খবর
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৭:১২ পূর্বাহ্ন

মুক্তিযুদ্ধের ১নং সেক্টরের সাব-সেক্টর কমান্ডার ও ফটিকছড়ির প্রথম এমপি মির্জা মনসুর’র ইন্তেকাল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ১৩০ Time View

রফিকুল আলম : ১৯৭০ সালের প্রথম নির্বাচনে চট্টগ্রামের ফটিকছড়ি থেকে নির্বাচিত প্রথম সংসদ সদস্য,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে স্বাধীনতা ঘোষণার মূল ব্যক্তিত্ব, মুক্তিযুদ্ধের ১নং সেক্টরের সাব-সেক্টর কমান্ডার, চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি, ফটিকছড়ি ডিগ্রি কলেজ সহ অংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও প্রসিদ্ধ শিল্পপতি বীর মুক্তিযোদ্ধা মির্জা আবু মনসুর বৃহস্পতিবার ২১ ডিসেম্বর বিকাল ৩ টায় চট্টগ্রাম নগরীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৭৮। শুক্রবার ২২ ডিসেম্বর সকাল সকাল নয়টায় নগরের জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে প্রথম জানাজা, দুপুর দুইটায় ফটিকছড়ি ডিগ্রি কলেজ মাঠে দ্বিতীয় এবং বিকেল চারটায় নানুপুর আবু সোবহান উচ্চ বিদ্যালয় মাঠে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, তিন ভাই, পাঁচ বোনসহ বহু গুণগ্রাহী রেখে যান। এই কিংবদন্তি চট্টগ্রাম মিউনিপ্যাল হাইস্কুলে পড়ার সময় ১৯৫৯ সালে স্কুল ছাত্র সংসদের জিএস নির্বাচিত হন। তিনি ১৯৬০ সালে ম্যাট্রিকুলেশন, ১৯৬২ সালে চট্টগ্রাম কলেজ থেকে ইন্টারমিডিয়েট ও ১৯৬৫ সালে একই কলেজ থেকে বিএসসি (অনার্স) ডিগ্রি লাভ করেন। ১৯৬৪-৬৫ সালে চট্টগ্রাম কলেজ ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র ইউনিয়নকে হারিয়ে ভিপি নির্বাচিত হন।   মির্জা আবু মনসুর ছিলেন যুদ্ধকালীন এক নম্বর সেক্টরের ফটিকছড়ি, হাটহাজারী, রাউজান ও রাঙ্গুনিয়া নিয়ে গঠিত আঞ্চলিক কমান্ডের জোনাল কমান্ডার। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এমএজি ওসমানীর নির্দেশে দেশের যে ১৪ জন এমপিএ ও এমএনএকে তখন পূর্ণাঙ্গ সামরিক প্রশিক্ষণের জন্য বিহারের চাকুলিয়া সেনা প্রশিক্ষণ কলেজে পাঠানো হয়, মির্জা মনসুর ছিলেন তাঁদের একজন। প্রশিক্ষণ শেষে তাঁকে মেজর হিসেবে নবগঠিত বাংলাদেশ সেনাবাহিনীর নিয়মিত কমিশন দেওয়া হয়। মুক্তিযুদ্ধের সময় এই বীরযোদ্ধাকে ধরিয়ে দিতে পাকবাহিনী এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছিল।   ১৯৬৭ সালে চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের সদস্য এবং ৬৯ সালে ফটিকছড়ি থানা আওয়ামী লীগের সভাপতি হন তিনি। ৭০ সালের নির্বাচনে মাত্র ২৬ বছর বয়সে এমপি নির্বাচিত হন। বর্ণাঢ্য জীবনের অধিকারী মির্জা মনসুরের জন্ম ১৯৪৬ সালে ফটিকছড়ি উপজেলার নানুপুর গ্রামের ঐতিহ্যবাহী মির্জা পরিবারে। তিনি শিল্পপতি মির্জা আবু আহমদ ও তৈয়বা বেগমের দ্বিতীয় ছেলে।



Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

© All rights reserved © 2017 chatgaiyakhobor.Com