1. Eskander211@gmail.com : MEskander :
  2. rashed.2009.ctg@gmail.com : চাটগাঁইয়া খবর : চাটগাঁইয়া খবর
রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৪:১৪ পূর্বাহ্ন

রাউজানের পাহাড়তলীতে জলাবদ্ধতায় ৩টি কাঁচা মাটির গুদাম ধসে পড়েছে

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ জুন, ২০২২
  • ৭৭ Time View

প্রদীপ শীল, রাউজানঃ
চট্টগ্রামের রাউজানে ৩টি কাঁচা মাটির গুদাম ধসে পড়েছে। রবিবার (১৯ জুন) সন্ধ্যা ৭টায় উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণবাগ পাড়ার গৌঙ্কিম দাশের বাড়িতে এই ঘটনা ঘটে। অন্যদিকে রাউজানের পাহাড়লী ইউনিয়নে অবস্থিত চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েট ক্যাম্পাসে পানি ঢুকে পড়েছে। এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে পানি বেড়ে জলাবদ্ধতার খবর পাওয়া গেছে। এরমধ্যে পৌরসভার বিভিন্ন এলাকায় জলমগ্ন হয়ে পড়েছে। ভারি বর্ষণ অব্যাহত আছে৷ বৃষ্টি বন্ধ না হলে পানি বেড়ে জনদুর্ভোগ বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন স্থানীরা। আরও দুই তিনদিন ভারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। পাহাড়তলী ইউনিয়নে বসতঘর ধসের ঘটনায় আশা দাশ নামে ৮০ বছর বয়সী এক বৃদ্ধা ও বৃত্তি দাশ নামে ৪০ বছর বয়সী দুই নারী আহত হয়েছেন। আহত আশা দাশ জুনু দাশের স্ত্রী ও বৃত্তি দাশ গৌঙ্কিম দাশের স্ত্রী। ক্ষতিগ্রস্তরা হলেন গৌঙ্কিম দাশ, মিন্টু দাশ, সিবু দাশ।স্থানীয় লোকজন জানিয়েছেন, ভারি বর্ষনে ওই এলাকায় পানি বেড়ে একাধিক বসতঘরে প্রবেশ করেছে। এসময় তিনটি কাঁচা বসতঘর ধসে পড়েছে। ঘরে থাকা আশা দাশ ও বৃত্তি দাশ নামে দুই নারী সামান্য আহত হয়েছেন। তারা দুইজন প্রাথমিক চিকিৎসা সেবা নিয়েছেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান রোকন উদ্দিন বলেন, ভারিবর্ষনে কারণে তিন ভাইয়ের দুটি কাঁচাঘর ধসে গেছে। তেমন ক্ষয়-ক্ষতি হয়নি। যে এলাকায় ঘটনা ঘটেছে ওই এলাকাটি নিচু হওয়ায় পানির নিচে তলিয়ে যাওয়ায় এই ঘটনা ঘটে । এদিকে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ সিকদার বলেন, ‘বসতঘর ধসের খবর পেয়েছি। স্থানীয় ইউপি চেয়ারম্যানকে অবহিত করা হয়েছে ।



Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

© All rights reserved © 2017 chatgaiyakhobor.Com