প্রদীপ শীল, রাউজানঃ
রাউজানে আটক গরু চোরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছেন রাউজান থানা পুলিশ। গতকাল ১২ জুলাই মঙ্গলবার তাকে আদালতে প্রেরণ করেচেন বলে নিশ্চিত করেন রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় শীল। জানা যায়, রাউজান ইউনিয়নের রশিদার পাড়া এলাকার মোঃ আজিমের একটি ষাড় গরু গত তিন মাস পূর্বে তার গোয়াল ঘর থেকে চুরি হয়। ১১ জুলাই রবিবার সকালে একই এলাকার আবদুল মান্নানের পুত্র, পূর্ব রাউজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী সেকান্দর চোরাই গরুটি করোনা প্রাদুর্ভাবের কারণে বন্ধ হয়ে যাওয়া বিদ্যালয়ের একটি কক্ষ থেকে বের করে। এসময় স্থানীয় জনতা গরুসহ সেকান্দরকে আটক করে। পরে খবর পেয়ে গরুর মালিক আজিম, স্থানীয় ইউপি সদস্য আবদুর নবী চোরসহ গরু রাউজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বি এম জসিম উদ্দিন হিরুর কাছে পাঠায়। চেয়ারম্যান হিরু চোরাই গরুসহ চোরকে রাউজান থানা পুলিশের হাতে তুলে দেন। পুলিশ জানিয়েছেন চুরি হওয়া গরুটি স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় দেওয়া হয়েছে। আদালতের অনুমতি সাপেক্ষে পরবর্তীতে প্রকৃত মালিককে গরুটি ফিরিয়ে দেওয়া হবে।