প্রদীপ শীল, রাউজান
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম -৬ রাউজান সংসদীয় আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী এ বি এম ফজলে করিম চৌধুরী বলেছেন, রাউজান আমার-আমি রাউজানের। দীর্ঘ ২৮ বছর রাউজানের প্রতিটি মানুষের পাশে থেকেছি একাকার। এসব সম্ভব হয়েছে জননেত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে কারণে। তিনি আমাকে সাতবার রাউজানে দলের মনোনয়ন দিয়েছে। যার কারণে আমি রাউজানের ব্যাপক উন্নয়ন কাজ করতে পেরেছি। আমি মানুষের চোখ দেখে মনের ভাষা বুঝতে পারি। আমি চেষ্টা করেছি এসব মানুষে ভাগ্য পরিবর্তনে কাজ করতে। আমি স্বপ্ন দেখি দিনে। রাতের স্বপ্নে আমি বিশ^াসী না। যারা স্বপ্ন দেখে না তারা মৃত ব্যক্তি। আমি যাহা ভাবী ও স্বপ্ন দেখি তাহা বাস্তবায় করে থাকি। যার কারণে দেশের মধ্যে রাউজান ব্যতিক্রম উপজেলা। রাউজান নান্দনিক উপজেলা। এ উপজেলায় উন্নয়ন মূলক কাজ বলতে তেমন আর কিছু নাই। আপনারা ৭ জানুয়ারী নৌকা মার্কায় ভোট দিয়ে যদি জয়যুক্ত করেন তাহলে সুখী ও সমৃদ্ধ উপজেলায় পরিনত হবে রাউজান। তিনি ২২ ডিসেম্বর রাউজান সদর ইউনিয়নে পৃথক তিনটি নির্বাচনী পথসভায় এসব কথা বলেন। অনুষ্ঠিত তিনটি পথসভা জনসভা পরিণত হয়। রাউজান সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বি.এম জসিম উদ্দিন হিরু ও সাধারণ সম্পাদক আলহাজ¦ নুরুল আমিনের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কফিল উদ্দিন চৌধুরী, সি. সহসভাপতি আনোয়ারুল ইসলাম, পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, ভাইস চেয়ারম্যান নূর মোহাম্মদ, জেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী দিলুয়ারা ইউসুফ, আওয়ামীলীগ নেতা শাহা আলম চৌধুরী, বশির উদ্দিন খান, ফজলুর কাদের, ছৈয়দ হোসেন কোম্পানী, কল্যাণ বড়ুয়া, সেচ্ছাসেবক লীগ নেতা শওকত হোসেন, যুবলীগ নেতা সারজু মোহাম্মদ নাছের, নাহিয়ান নাছির উদ্দিন, মোজাম্মেল হক, আজিজ উদ্দিন ইমু, ইসহাক ইসলাম, নূর হোসেন দুলাল, ইমরান হোসাইন ইমু, মাকসুদুল আলম, জামাল উদ্দিন, প্যানেল চেয়ারম্যান মোজাম্মেল হক খোকন, ইউপি সদস্য সাহাবুদ্দিন, প্রবেশ বড়ুয়া প্রবাস, দিলীপ কুমার দে, জহির উদ্দিন প্রমুখ। এর আগে নৌকার প্রার্থী ফজলে করিম চৌধুরী উপজেলার পূর্বগুজরা ইউনিয়নে পথসভা ও গণসংযোগ করেন।