1. Eskander211@gmail.com : MEskander :
  2. rashed.2009.ctg@gmail.com : চাটগাঁইয়া খবর : চাটগাঁইয়া খবর
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১০:৫১ পূর্বাহ্ন

রাউজানে কম্বাইন্ড হারভেস্টর দিয়ে কৃষকের বোরো শস্য কেটে দিলেন ফজলে করিম চৌধুরী এমপি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১
  • ১৪৪ Time View

প্রদীপ শীল, রাউজানঃ
চট্টগ্রামের রাউজানে আধুনিক কম্বাইন্ড হারভেস্টর দিয়ে ধান কেটে দিলে রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী। ২৯ এপ্রিল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ভুর্তুকী মূলে কৃষক পর্যায়ে সরবরাহকৃত কম্বাইন হারভেস্টার দ্বারা বোরো শস্য কর্তন কর্মসূচীর উদ্বোধন শেষে চালকের আসনে বসে ১৯০ কানি জমির ধান কেটে দেন তিনি। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী। উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল। বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা শাব্বির আহমেদ, ইউপি চেয়ারম্যান ভুপেষ বড়–য়া, ওসি আবদুল্লাহ আল হারুন, চেয়ারম্যান লায়ন শাহাবুদ্দিন আরিফ, রোকন উদ্দিন প্রমূখ। সংশ্লিষ্ট সূত্র মতে, এবার বোরো মৌসুমে রাউজাানে ৫৪০ হেক্টর জমিতে হাইব্রীড এবং ৪২১০ হেক্টর জমিতে উফসি ধানের চাষ করা হয়। এসব ধান কাটার জন্য ২৪ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের একটি কম্বাইন্ড হারভেস্টর ধান কাটার মেশিন ক্রয় কর হয়েছে। কম্বাইন্ড হারভেস্টর ধান কাটার মেশিনটি ক্রয়ের জন্য কৃষক বিশুর কাছ থেকে নেওয়া হয়েছে ১২ লাক্ষ টাকা। অবশিষ্ট ১২ লক্ষ ৫০ হাজার টাকা ভুর্তকি দিয়েছে কৃষি মন্ত্রণালয়। রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী কৃষকদের উদ্দেশ্যে বলেন, রাউজানে এক ইঞ্চি জমিও খালি রাখা যাবে না। জমির মালিকরা যদি চাষাবাদ না করে খালি রাখে, তোমরা চাষাবাদ করে ফেলবে। চাষাবাদ নিশ্চিত করতে জমির মালিক কে সেটা না দেখে যেখানে খালি জমি সেখানে চাষাবাদ করার জন্য উপজেলা প্রশাসনকে সহযোগিতা করার আহবান জানান তিনি।



Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

© All rights reserved © 2017 chatgaiyakhobor.Com