প্রদীপ শীল, রাউজান:
রাউজানে গৃহহীন পরিবারে প্রধানমন্ত্রীর উপহারের নিমাণাধীন বাড়ি পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-৯ সাখাওয়াৎ হোসেন। গতকাল ১৫জুন মঙ্গলবার বিকালে তিনি উপজেলার ডাবুয়া ও হলদিয়া ইউনিয়নে নির্মাণাধীন বাড়ি গুলো পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ, সহকারী কমিশনার ভূমি অসীত দশী চাকমা, উপজেলা প্রকৌশলী আবুল কালাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, সমবায় কর্মকর্তা মজিবুর রহমান, হলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম প্রমূখ। পরিদর্শন কালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-৯ সাখাওয়াৎ হোসেন নির্মাণাধীন প্রধানমন্ত্রীর আবাসন প্রকল্পের কাজের গুণগত মানে সস্তুষ্টি প্রকাশ করে বলেন, প্রকৃতিক পরিবেশে মনোরম লোকেশানে বাড়ি গুলো নির্মাণ করা হচ্ছে। মুজিববর্ষে প্রধানমন্ত্রীর ঘোষনা দেশের একটি লোকও গৃহহীন থাবে না। সেই লক্ষ্যে প্রানমন্ত্রীর কার্যালয় ও সংশ্লিণ্ট জেলা উপজেলা প্রশাসন কাজ করছেন। জানা যায়, আগামী ২০জুন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাড়ির দলিল হস্তান্তরের মাধ্যমে গৃহহীনদের বাড়ি প্রদানের উদ্বোধন করবেন।