1. Eskander211@gmail.com : MEskander :
  2. rashed.2009.ctg@gmail.com : চাটগাঁইয়া খবর : চাটগাঁইয়া খবর
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৪:৪৩ অপরাহ্ন

রাউজানে নিখোঁজ স্কুল শিক্ষার্থী দুইবোনকে উদ্ধার করল র‍্যাব, গ্রেপ্তার- ৩

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ নভেম্বর, ২০২১
  • ১৮৩ Time View

প্রদীপ শীল, রাউজানঃ
রাউজান থেকে গত ১ মাস ১২ দিন আগে নিখোঁজ হওয়া স্কুলছাত্রী নিঝুম শীল (১৬) ও তার বোন ঋর্তিকা শীল (০৮) কে উদ্ধার করেছে র‍্যাব-৭। গতকাল রবিবার ভিকটিমসহ অপহরণকারীদের আদালতে সোপর্দ করা হয় । এর আগে গত শনিবার লোহাগাড়া উপজেলা থেকে অপহরণের শিকার স্কুলছাত্রীসহ দুইবোনকে উদ্ধার করা হয়। একই সঙ্গে তিন অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার তিনজন হলেন চন্দনাইশ উপজেলার চরিয়া ৯ নম্বর ওয়ার্ডের কুলাল ডেঙ্গা গ্রামের সুভাষ শীলের স্ত্রী লাকী শীল (৪২), লোহাগাড়া উপজেলার পুটিভিলা ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের নিরঞ্জন দাসের ছেলে উত্তম দাস (৩১), একই ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের নির্মল শীলের ছেলে পলাশ শীল (৩০)। গত শনিবার (৬নভেম্বর) সকাল সাড়ে ৯টায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিভিলা ইউনিয়নের ধৃত আসামী উত্তম দাস(৩১)’র বসতঘরে বন্দী অবস্থা থেকে উদ্ধার করা হয়। র‍্যাবের দাবি দুইবোন নিখোঁজের পর রাউজান থানায় করা জিডির কপিসহ নিখোঁজ দুই বোনের পরিবারের পক্ষ থেকে র‍্যাব-৭ হাটহাজারী ক্যাম্পে অভিযোগ করা হয়। এর পরিপ্রেক্ষিতে উদ্ধার অভিযানে নামে উদ্ধার করে র‍্যাব-৭। ভিকটিমদ্বয়ের বরাদ দিয়ে বলেন সৌদি প্রবাসী ও চন্দনাইশ উপজেলার চরিয়া ৯ নম্বর ওয়ার্ডের কুলাল ডেঙ্গা সুভাষ শীলের ছেলে রকি শীল (২৪) প্রবাস থেকে মোবাইল ফোনসহ ইন্টারনেটের বিভিন্ন অ্যাপসের মাধ্যমে বিয়ের প্রলোভন ও প্রতিশ্রুতি দিয়ে তার মায়ের পরামর্শে গত ২৮ সেপ্টেম্বর সকালে স্কুলে যাওয়ার জন্য বের হলে দুই বোনকে অপহরণ করে লোহাগাড়ায় ধৃত আসামী উত্তম দাসের ঘরে অসৎ উদ্দেশ্যে আটকে রাখে। অপহরণকারীদের দেয়া তথ্যমতে শনিবার দুপুর ১২ টায় লোহাগাড়া উপজেলার বড়ইতলী থেকে মূলহোতা সৌদি প্রবাসী রকির মা লাকী শীলকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় গতকাল রবিবার নিখোঁজ দুই বোন স্কুলছাত্রী নিঝুম শীল (১৬) ও তার বোন ঋর্তিকা শীল (০৮) এর চাচা ঝন্টুশীল বাদি হয়ে মূলহোতা রকি শীল, তার মা লাকী শীলসহ ৪ জনের নাম উল্লেখ আরও করে অজ্ঞাত ২/৩ জনকে আসামী করে রাউজান থানায় মামলা দায়ের করেন। রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল বলেন, রাউজান থেকে নিখোঁজ দুই বোনকে উদ্ধার করে থানায় সোপর্দ করেছে র‍্যাব-৭। গতকাল রবিবার দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুপুরে তিন আসামীকে চট্টগ্রাম আদালতে সোপর্দ করা হয়। ভিকটিম থানা হেফাজতে আছে, আদালতে জবানবন্দি দেয়ার জন্য আদালতে প্রেরণ করা হয়েছে। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী দুইবোনকে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।



Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

© All rights reserved © 2017 chatgaiyakhobor.Com