প্রদীপ শীল, রাউজানঃ
রেলপথ মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় কমিটির চেয়ারম্যান এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেছেন বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশে কোন মানুষ ভূমিহীন ও গৃহহীন থাকবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীন মানুষকে জমি ও ঘর দিয়ে বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়ন করছেন। রাউজান উপজেলায় ২য় ধাপে ২৮৮টিসহ মোট ৪৪৮জনকে ভূমি ও গৃহ প্রদান কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধনের আগে সুবিধাভোগী পরিবারের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্য ফজলে করিম এমপি এসব কথা বলেন। গতকাল ২০ জুন রবিবার বেলা ১১টায় উপজেলা হল মিলনায়তনে তিনি মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে উপকার ভোগীদের হাতে চাবি ও ঘরের দলিল তুলে দেন। এ সময় ছিলেন উপজেলা চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল। রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবীর সোহাগের সভাপতিত্বে অতিথি ছিলেন পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা সহকারী ভূমি কমিশনার অতিশদর্শী চাকমা, উপজেলা ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, প্যানেল মেয়র বশির উদ্দিন খান, প্যানেল মেয়র এডভোকেট সমীর দাশগুপ্ত, ওসি আবদুল্লাহ আল হারুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, ইউপি চেয়ারম্যান লায়ন সরোয়ার্দী সিকদার, আওয়ামী লীগ নেতা স্বপন দাশগুপ্ত, বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, বিএম জসিম উদ্দিন হিরু, সৈয়দ আবদুল জব্বার সোহেল, রোকন উদ্দিন, তসলিম উদ্দিন চৌধুরীসহ উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, সরকারী কর্মকর্তাসহ অনেকে। এতে রাউজানসহ দেশের বিভিন্ন জেলা উপজেলার ৫৩ হাজার ৩৪০টি ভূমি ও গৃহ প্রদান কার্যক্রম অনুষ্ঠানটি উদ্বোধনী অনুষ্ঠানের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষনটি মনিটরের মাধ্যমে দেখানো হয়।