প্রদীপ শীল, রাউজানঃ
রাউজানে প্রাণী সম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প কর্মকর্তা নিয়াজ মোর্শেদ এর সঞ্চালনায় আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, বিশেষ অতিথি ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, সাংসদের প্রতিনিধি উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব, স্বাগত বক্তব্য রাখেন পশু সম্পদ কর্মকর্তা মিজানুর রহমান। প্রদর্শনীতে ৫০টি প্রাণী ও প্রাণীর ঔষধের স্টল স্থান পায়। অনুষ্ঠানে পশু সম্পদ উন্নয়নে বিশেষ অবদানের জন্য রাউজান ডেইরী ফার্মের পক্ষে লোকমান কোম্পানিকে প্রথম, একতা এগ্রোর মালিক কদলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তছলিম উদ্দিন চৌধুরীকে দ্বিতীয় ও রুমী ডেইরী ফার্মকে তৃতীয় পুরুস্কার প্রদান করেন অতিথিরা। পরে অতিথি বৃন্দরা প্রাণী সম্পদ স্টল পরিদর্শন করেন। অনুষ্ঠান চলাকালে জাহাঙ্গীর আলম নামে একজন অভিযোগ করে বলেন, রাউজান উপজেলা প্রাণী সম্পদ কার্যালয় তার হাসঁ ও মুরগীর চিকিৎসা দেওয়া হয়নি। পরে তিনি হাটহাজারী প্রাণী সম্পদ হাসপাতালে তার হাসঁ মুরগীর চিকিৎসা নিতে হয়েছে। এছাড়া কয়েবার কবুতরের চিকিৎসার জন্য গেলে তারা চিকিৎসা সেবা দেয়নি। যার করাণে ১২ জোড়া কবুতরের মৃত্যু হয়েছে। তাকে চরম লোকসানে পড়তে হয়েছে বলেও দাবি করেন। জন সম্মুখে এমন অভিযোগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরবতা পালন করে। পরে উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ব্যাপারটা দেখবেন বলে আশ্বস্ত করেন।