প্রদীপ শীল, রাউজানঃ
কঠোর বিধিনিষেধ রক্ষায় রাউজানে অভিযান পরিচালনা করেছেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ। অভিযান চলাকালে বিধিনিষেধ অমান্য করায় ১২ হাজার ১শত টাকা জরিমানা আদায় করা হয়েছে । ২৩ জুলাই শুক্রবার উপজেলা সদরের ডাক বাংলো, ফকির হাট বাজার, মুন্সির ঘাটা, জলিল নগর বাস ষ্টেশন এলাকায় র্যাব, পুলিশ, আনসার বাহিনীর সদস্যদের সহায়তায় অভিযান এ পরিচালনা করা হয়। অপরদিকে সহকারী কমিশনার ভুমি অতিশ দর্শী চাকমা পুলিশের সহায়তায় দক্ষিন রাউজানের নোয়াপাড়া, পাহাড়তলী, কাগতিয়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় তিনি ২ হাজার ৬ শত টাকা জরিমানা আদায় করেন। উপজেলা সদরে অভিযান কালে উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী। অপরদিকে রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন সহ পুলিশের একটি দল সকাল থেকে দুপুর পর্যন্ত গহিরা, সর্তার ঘাট, নোয়াজিশপুর এলাকায় সড়কে কোন প্রকার যানবাহন চলাচল করতে দেয়নি। অভিযান প্রসঙ্গে রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ বলেন, করোনার প্রার্দুভাব বেড়ে যাওয়ায় সরকার ঘোষিত বিধিনিষেধ বাস্তবায়নে অভিযান চালানো হচ্ছে। কঠোর এই বিধিনিষেধ অমান্য করায় পথচারীকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। কঠোর বিধিনিষেধ চলাকালে ১৪দিন সড়কে জরুরি সেবা ও রোগী, খাদ্য, ঔষধ পরিবহন ব্যতিত কোন যানবাহন চলাচল করতে পারবেনা। লকডাউন চলাকালে মুদি, কাচাঁ বাজার, ঔষুধের দোকান সার্বক্ষনিক খেলা থাকবে।