প্রদীপ শীল, রাউজানঃ
রাউজানে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আলোচনা সভা ও প্রতিবন্ধীদের জাতীয় পরিচয়পত্রের কার্ড বিতরণ করা হয়েছে। ২ জানুয়ারি শনিবার উপজেলা পরিষদ মিলানায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ। উপজেলা সসমাজসেবা কর্মকর্তা মনিরুল ইসলামের পরিচালনায় উপজেলা প্রশাসন ও সমাজসেবা অফিস আয়োজিত এই আলোচনা সভায় বক্তব্য রাখেন রাউজান পৌরসভার প্যানেল মেয়র আলহাজ্ব বশির উদ্দিন খান, পৌর কাউন্সিলর জানে আলম জনি, কাউন্সিলর শওকত হাসান, শিক্ষা কর্মকর্তা আবদুল কুদ্দুস, সাংবাদিক শফিউল আলম, এতিমখানার পক্ষে বক্তব্য রাখেন কপিল উদ্দিন চৌধুরী, দীপংক বড়ুয়া প্রমুখ। আলোচনা সভা শেষে নির্বাহী কর্মকর্তা প্রতিবন্ধীদের মাঝে জাতীয় পরিচয়পত্রের কার্ড বিতরণ করেন। উল্লেখ্য, রাউজান উপজেলায় ২৪টি এতিমখানার ৮৬০জন ক্যাপিটেশন, ১০১৮০জন বয়স্ক ভাতা, ৩৬২৯জন বিধবা ও স্বামী পরিত্যক্ত ভাতা, ৩০৪৬ জন প্রতিবন্ধী ভাতা,৩৩৯জন মুক্তিযোদ্ধা সম্মানী, ৯০জন অনগ্রসর ও দলিত হরিজন ভাতা, ৯জন হিজড়া ভাতা পেয়ে থাকে। এছাড়া উপবৃত্তি কার্যক্রম, ক্ষুদ্রঋণ কার্যক্রম ও অনুদান দিয়ে থাকে উপজেলা সমাজসেবা অফিস।